মাশরাফি-সৌম্যর ছক্কার রেকর্ডে ভাগ বসালেন সাইফ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
রবিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছেন প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যান সাইফ হাসান। এক ইনিংসে ১১টি ছক্কা মেরে মাশরাফি-সৌম্যদের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
শেখ জামালের বিপক্ষে খোলস ছেড়ে আগ্রাসী ব্যাটিং করেছেন সেঞ্চুরি তুলে নেন সাইফ। লিস্ট 'এ' ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে ভর করেই শেখ জামালকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে দোলেশ্বর।
১১৬ বলে ১৪৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। এই ইনিংস খেলার পথে ১১টি ছক্কার হাঁকিয়েছেন সাইফ। সঙ্গে ছিল ১০টি চার।
লিস্ট 'এ' ক্রিকেটে এর চেয়ে বেশি ছক্কা হাঁকাতে পারেননি কোনো বাংলাদেশী ব্যাটসম্যান। রেকর্ডটি এতদিন যৌথভাবে ছিল মাশরাফি বিন মুর্তজা ও সৌম্য সরকারের।
ইনিংসে ১১টি ছক্কা প্রথম মেরেছিলেন বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি। ২০১৬ সালে এই শেখ জামালের বিপক্ষেই কলাবাগানের হয়ে ১১ ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
গত বছর মাশরাফির এই কীর্তির পাশে নাম লেখান সৌম্য সরকার। অগ্রণী ব্যাংকের হয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বিকেএসপিতে ১২৭ বলে ১৫৪ রানের ইনিংসে বাঁহাতি ওপেনার ছক্কা মারেন ১১টি।

২০১৭ সালে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আবাহনী লিমিটেডের বিপক্ষে ১৩৮ বলে ১৯০ রানের ইনিংস খেলার পথে মাশরাফির রেকর্ডের অনেক কাছে চলে গিয়েছিলেন রকিবুল হাসান। তাঁর ইনিংসে ছক্কার মার ছিল ১০টি।
ইনিংসে ১০ ছক্কার রেকর্ডে নাম আছে এনামুল হক বিজয়েরও। তিনি ২০১৫ সালে কলাবাগানের হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০টি ছক্কা মেরেছিলেন।
সেই ইনিংসে বিজয় অপরাজিত ছিলেন ১৫০ রান করে। লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে ইনিংসে ৯টি করে ছক্কা মেরেছেন নাজমুল হোসেন মিলন, নাজমুল হোসেন শান্ত ও জিয়াউর রহমান।
ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডঃ
১১ ছক্কা - মাশরাফি বিন মুর্তজা - ১০৪ (৫১ বল) - কলাবাগান-শেখ জামাল (ফতুল্লা, ২০১৬)
১১ ছক্কা - সৌম্য সরকার - ১৫৪ (১২৭ বল) - অগ্রনী ব্যাংক-ব্রাদার্স (বিকেএসপি ৪, ২০১৮)
১১ ছক্কা - সাইফ হাসান - ১৪৮* (১১৬ বল) - প্রাইম দোলেশ্বর-শেখ জামাল (বিকেএসপি ৪, ২০১৯)
১০ ছক্কা - এনামুল হক - ১৫০* (১৪৬ বল) - কলাবাগান একাডেমি- রূপগঞ্জ (ফতুল্লা, ২০১৫)
১০ ছক্কা - রকিবুল হাসান - ১৯০ (১৩৮ বল) - মোহামেডান-আবাহনী (বিকেএসপি ৪, ২০১৭)
৯ ছক্কা - নাজমুল হোসেন মিলন - ১৪৪ (৮৯ বল) - ঢাকা বিভাগ-রাজশাহী বিভাগ (ধানমণ্ডি মাঠ, ২০০৭)
৯ ছক্কা - জিয়াউর রহমান - ১০৩ (৮৫ বল ) - শেখ জামাল-মোহামেডান (বিকেএসপি ৪, ২০১৭)
৯ ছক্কা - নাজমুল হোসেন শান্ত - ১৫০* (১২০ বল) - আবাহনী-শাইনপুকুর (ফতুল্লা, ২০১৮)