জিতলেই চ্যাম্পিয়ন আবাহনী, সুযোগ আছে রুপগঞ্জের

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
রবিবার চলতি ঢাকা প্রিমিয়ার লীগের অঘোষিত ফাইনালে রুপগঞ্জের বিপক্ষে ১০২ রানের বিশাল ব্যবধানে জিতে ডিপিএল শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে আবাহনী লিমিটেড।
ম্যাচের আগে ২৪ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা রুপগঞ্জে নেট রানরেট ছিল ০.৬০৪। আর ২২ পয়েন্ট নিয়ে ০.৮২৫ রান রেটে দ্বিতীয়তে অবস্থান করছিল আবাহনী।
কিন্তু রবিবার ম্যাচ জয়ের পর ২৪ পয়েন্ট পাওয়ার পাশাপাশি নেট রান রেটের ব্যবধানর রুপগঞ্জকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে আবাহনী।

১৫ ম্যাচে তাঁদের মোট নেট রান রেট ০.৯০৫। একই সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা রুপগঞ্জের নেট রান রেট বর্তমানে ০.৪২৫।
নেট রান রেটের বিচারে বর্তমানে শিরোপা প্রায় নিশ্চিত করে রেখেছে আবাহনী। পরের ম্যাচে শেখ জামালের বিপক্ষে জিতলেই ডিপিএল শিরোপা ঘরে তুলবে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
অন্যদিকে আবাহনী যদি হেরে যায় তাহলে সুযোগ থাকছে রুপগঞ্জের। সেক্ষেত্রে প্রাইম ব্যাংকের বিপক্ষে জিততে হবে দলটিকে। তবে দুই দলই হেরে গেলে শিরোপা চলে যাবে আবাহনীর দখলে।
তাই সব মিলিয়ে ফের ডিপিএল শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ঢাকার শীর্ষস্থানীয় ক্লাবটি। মঙ্গলবার বিকেসপিতে শেখ জামালের বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে আবাহনী।
একই সময় সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে থাকা লিজেন্ডস অফ রুপগঞ্জের মুখোমুখি হবে প্রাইম ব্যাংক। আর ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হবে মোহামেডান।