প্লে-অফের দ্বারপ্রান্তে চেন্নাই, আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য ব্যাঙ্গালুরুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হায়দ্রাবাদের বিপক্ষে জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত চেন্নাই সুপার কিংসের। কিন্তু শেষ ম্যাচে হায়দ্রাবাদের কাছে হেরে অপেক্ষা বেড়েছে তাঁদের। এছাড়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ইনজুরি সমস্যাও রয়েছে।
গেল ম্যাচে ইনজুরির কারণে খেলতে না পারা ধোনি ফিরতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। অবশ্য ধোনির মাঠে ফেরার ব্যাপারে এখনও নিশ্চিত কিছু বলে নি চেন্নাই কর্তৃপক্ষ।
৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা দলটি তারপরও আছে স্বস্তিতে। তবে চেন্নাই স্বস্তিতে থাকলেও প্লে-অফ পর্বের টিকিট পাওয়ার কাজটা অনেক কঠিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জন্য।

৯ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পাওয়া ভিরাট কোহলিদের হাতে থাকা সবকটি ম্যাচেই জিততে হবে। সেই সঙ্গে বাকি দলগুলোর ফলাফলের দিকেও লক্ষ্য রাখতে হবে। তাই সমীকরণের গোলকধাঁধায় আছে দলটি।
ঘরের মাঠে জয়ের লক্ষ্যেই চেন্নাই সুপার কিংসকে আতিথ্য দিবে ব্যাঙ্গালুরু। রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে দুই দল।
এর আগে দুই দলের শেষ দেখায় চেন্নাইয়ের কাছে তেমন পাত্তা পায় নি ব্যাঙ্গালুরু। আসরের উদ্বোধনী ম্যাচে মাত্র ৭০ রানে গুঁটিয়ে গিয়েছিল ভিরাট কোহলির দল।
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে চেন্নাই দলে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি। এছাড়া বাম হাতি ডানহাতি কম্বিনেশন ভেবে একাদশে ফিরতে পারেন হরভজন সিং। অন্যদিকে ব্যাঙ্গালুরুর একাদশে ফিরতে পারেন এবি ডি ভিলিয়ার্স।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশঃ পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), ভিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স / হেনরিচ ক্লেসেন, মঈন আলী, মার্কাস স্টয়নিস, অক্ষদীপ নাথ /শিভাম দুবে, পবন নেগী, যুবেন্দ্র চহল, ডেল স্টেইন, নবদ্বীপ সাইনি, মোহাম্মদ সিরাজ
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশঃ শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাথি রাইয়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, দীপক চাহার, শার্দূল ঠাকুর, ইমরান তাহির