তানবিরের বীরোচিত ইনিংসের পরও অলআউট শেখ জামাল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আজ খেলতে নেমে ৩ বল হাতে রেখে ২৪৩ রানে অলআউট হয়েছে নুরুল হাসান সোহানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত ডিপিএলের এই ম্যাচে শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা। এরপর ব্যাটিং করতে নেমে অলরাউন্ডার তানবির হায়দারের দারুণ একটি ইনিংসের পরও অলআউট হওয়া ঠেকাতে পারেননি শেখ জামাল।
ব্যাট হাতে ইনিংসের শেষ ওভার পর্যন্ত অপরাজিত ছিলেন ২৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। তবে ৬৯ রান করে ৫০ তম ওভারের দ্বিতীয় বলে এনামুল হক জুনিয়রের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

এদিকে তানবির ছাড়াও রান পেয়েছেন রাকিব আহমেদ, ইমতিয়াজ হোসেন এবং অধিনায়ক নুরুল হাসান। ইমতিয়াজ ৩৩, রাকিন ৩৮ এবং সোহান ৩৬ রান করেছেন।
দোলেশ্বরের পক্ষে আজ সবথেকে সফল বোলার ছিলেন দলটির অধিনায়ক ফরহাদ রেজা। ৪৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। যেখানে বাঁহাতি স্পিনার তাইবুর রহমান ৫০ রানে সমান সংখ্যক উইকেট পেয়েছেন। এছাড়াও মানিক খান, রেজাউর রহমান এবং এনামুল হক জুনিয়র নিয়েছেন ১টি করে উইকেট।
উল্লেখ্য আজকের ম্যাচে পায়ের ইনজুরির কারণে দোলেশ্বর একাদশে খেলছেন না পেসার আবু জায়েদ রাহি। অনুশীলনের সময় বাঁ পা ছিলে গিয়েছে তাঁর বিধায় আজ বিশ্রামে আছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
শেখ জামাল ধানমন্ডি ক্লাবঃ ২৪৩/১০ (৪৯.৩ ওভার) (তানবির-৬৯, রাকিন-৩৮; তাইবুর-৩/৫০, রেজা-৩/৪৪)