ফরহাদ রেজার ধারে কাছে নেই কেউ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের ডিপিএলের প্রায় শুরু থেকেই বল হাতে রাজত্ব করছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ফরহাদ রেজা। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার ৪.৪৮ ইকোনমি রেটে ১৪ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে রয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি তালিকার শীর্ষে। এখন পর্যন্ত ১৬ গড়ে বোলিং করেছেন তিনি।
ইনফর্ম ফরহাদ রেজার ধারেকাছে অবশ্য নেই কেউই। তাঁর থেকে ১০ উইকেট কম নিয়ে দ্বিতীয়তে অবস্থান করছেন আবাহনী লিমিটেডের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ১৩ ম্যাচে ৪.১৭ ইকোনমি রেট এবং ১৬ গড়ে ২৩ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।

বিকেএসপির বাঁহাতি স্পিনার হাসান মুরাদ আছেন তালিকার তৃতীয়তে। তাঁর দল বিকেএসপি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করেছেন তিনি। ৩.৬৫ ইকোনমি রেট এবং ১৮.৯৫ গড়ে বোলিং করেছেন ১৭ বছর বয়সী মুরাদ।
টুর্নামেন্ট থেকে বাদ পড়া খেলাঘর সমাজ কল্যাণ সমিতির রবিউল হক ২২ উইকেট নিয়ে আছেন চতুর্থতে। ডানহাতি এই পেসার ১১ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন। তাঁর বোলিং ইকোনমি ৪.৭৯ এবং গড় ২২.৭২।
শীর্ষ পাঁচ উইকেট শিকারি তালিকার পঞ্চমে আছেন লিজেন্ডস অফ রুপগঞ্জের পেসার মোহাম্মদ শহীদ। এখন পর্যন্ত ১৩টি ম্যাচে ২৩.০৪ গড় ও ৪.১৪ ইকোনমিতে মোট ২১টি উইকেট শিকার করেছেন ৩০ বছর বয়সী এই ডানহাতি।