ফর্মের তুঙ্গে রকিবুল, ছন্দে আছেন সাইফ এবং শান্ত

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসরে ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডানহাতি ব্যাটসম্যান রকিবুল হাসান। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৫৮.৯১ গড়ে ৭০৭ রান করেছেন তিনি। যেখানে তিনি হাঁকিয়েছেন ১টি সেঞ্চুরি এবং ৫টি হাফসেঞ্চুরি।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যান সাইফ হাসান রয়েছেন এরপরের স্থানটিতে। ১৪ ম্যাচে ৬১১ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৫০.৯১ এবং ২টি সেঞ্চুরিসহ ৩টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর।

সাইফের পর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয়তে অবস্থান আবাহনী লিমিটেডের জহুরুল ইসলামের। ৫০.৯০ গড়ে মোট ১৩টি ডিপিএলের ম্যাচে ৫৬০ রান করেছেন ৩২ বছর বয়সী এই ডানহাতি। ২টি সেঞ্চুরি এবং সমান সংখ্যক হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
তালিকার চতুর্থ এবং পঞ্চমে আছেন মোহাম্মদ নাঈম এবং নাজমুল হাসান শান্ত। লিজেন্ডস অফ রুপগঞ্জের ওপেনার নাঈম ১৪টি ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত। যেখানে তিনি ৩৯.১৪ গড়ে ৫৪৮ রান সংগ্রহ করেছেন এবং হাঁকিয়েছেন ১টি সেঞ্চুরিসহ ৫টি হাফসেঞ্চুরি।
তবে শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় জায়গা হতে পারতো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক আনামুল হক বিজয়ের। তবে ডিপিএলে নিজের সর্বশেষ চার ম্যাচে ব্যাট হাতে নিস্প্রভ থাকায় ছয় নম্বরে অবস্থান করছেন তিনি।
আবাহনীর হয়ে খেলা শান্ত খেলেছেন মোট ১৪টি ম্যাচ। ৩৯.৮৪ ব্যাটিং গড়ে ৫১৮ রান করেছেন তিনি। এখন পর্যন্ত ৫টি হাফসেঞ্চুরি হাঁকালেও সেঞ্চুরির দেখা পাননি ২০ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান।
গত চার ম্যাচে বিজয়ের রান সংখ্যা ছিল যথাক্রমে ৪,০,৫ এবং ০। পারফর্মেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ষষ্ঠতে নেমে গিয়েছেন ৩টি সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান।