আমেরিকান ফুটবলারদের অনুসরণ করেন রাসেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাট হাতে বোলারদের ত্রাসে পরিণত হওয়া ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল জানিয়েছেন নিজেকে ফিট রাখতে আমেরিকান ফুটবল খেলোয়াড়দের মতো কঠোর পরিশ্রম করেন তিনি।
কয়েক বছর আগে ডালাসে এক সফরে যাওয়ার পর সেখানকার জাতীয় ফুটবল লীগের (এনএফএল) খেলোয়াড়দের কাছ থেকে দেখেছেন রাসেল। তাঁদের জীবনধারা, পরিশ্রম এবং প্রশিক্ষণের ধরণ সবকিছুই আয়ত্ত করেছেন অভিভূত এই ক্যারিবিয়ান। সেখান থেকে ফিরে এসে এনএফএল খেলোয়াড়দের মতো পরিশ্রম করা শুরু করেন তিনি,
'আমি এনএফএল খেলোয়াড়দের মতো পরিশ্রম করি। কয়েক বছর আগে যখন আমি ডালাসে গিয়েছিলাম, তখন দেখেছি কিভাবে বিভিন্ন খেলার পেশাদার ক্রীড়াবিদরা নিজেদের খেলার প্রতি গুরুত্ব দেয়। এটি আমার জীবনে পরিবর্তন এনেছে,' বলেন রাসেল।

নিজের কাজের পুনরাবৃত্তি করাটাকে সাফল্যের মূল চাবিকাঠি মানছেন রাসেল। একই সাথে স্থুলতাকে মোটেই প্রশ্রয় দিতে চান না তিনি। নিজের বোলিং এবং ব্যাটিংয়ে উন্নতির ধারা বজায় রাখার জন্য এই বিষয়গুলোকে বেশ গুরুত্ব দিচ্ছেন এই ক্যারিবিয়ান। রাসেলের ভাষায়,
'তাঁরা (এনএফএল খেলোয়াড়) ভারউত্তোলন সর্বদা না করলেও নিজেদের কাজের পুনরাবৃত্তি করে। দৈহিক দিক থেকে আমার বিশাল কিংবা ভারী কিছু হওয়ার প্রয়োজন নেই। আমি যদি বেশি মোটা কিংবা ভারী হয়ে পরি, তাহলে আমি ধীরে বোলিং করবো এবং আমার হাতের গতিও কমে যাবে ব্যাটিংয়ের সময়। আপনি কিভাবে প্রস্তুতি নিবেন সেই ব্যাপারে আপনাকে যথেষ্ট স্মার্ট হতে হবে।'
উল্লেখ্য আমেরিকার জাতীয় ফুটবল লীগে যারা খেলে থাকেন তাঁরা শারীরিক দিক থেকে যথেষ্ট ফিট এবং প্রচুর পরিশ্রম করতে সক্ষম। ক্যারিবিয়ান রাসেল তাই এনএফএলের খেলোয়াড়দের দেখানো পথে চলতে আগ্রহী।