'সাদা বলের বিশ্বসেরা অধিনায়ক মরগান'
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইয়ন মরগানকে সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা অধিনায়ক হিসেবে মূল্যায়ন করছেন ইংল্যান্ডের সাবেক সহকারী কোচ পল ফারব্রেস।
তিনি মনে করেন ইংল্যান্ড দলের সবচেয়ে বড় ফ্যাক্টর মরগ্যানই। দলে অনেক তারকা ক্রিকেটার থাকলেও মরগানের মধ্যে সবকিছু একসাথে রয়েছে বলে বিশ্বাস তাঁর।

'সাদা বলে তাদের বিশ্বের সেরা অধিনায়ক রয়েছে। সে ইংল্যান্ড দলের সবচেয়ে বড় ফ্যাক্টর। দলে কিছু চমৎকার খেলোয়াড় রয়েছে কিন্তু মরগ্যানের কাছে সবকিছু একই সাথে রয়েছে।'
ইংল্যান্ডের টি-টুয়েন্টি ও ওয়ানডে দলপতি মরগ্যান। ২০১৫ সালের বিশ্বকাপেও তিনি ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার ঘরের মাঠে বিশ্বকাপেও স্বাগতিকদের নেতৃত্ব দেবেন তিনি।
কাউন্টি দল ওয়ারউইকশায়ারের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করা ফারব্রেস মনে করেন ২০১৫ সালের বিশ্বকাপের আত্মবিশ্বাস নিয়ে এবারের বিশ্বকাপেও ভালো করবে ইংল্যান্ড। কারণ মরগান যেভাবে বলেন, সেভাবেই খেলেন।
'২০১৫ সালে সে দলকে বলেছিল, তিনি চান যে কারণে তাদের নেয়া হয়েছে সেটা করার জন্য এবং প্রত্যেককে সুযোগটি ইতিবাচক ভাবে নেয়ার জন্য। অধিনায়ক হিসেবে এভাবে এটা বলা খুব সহজ, এটাই করা উচিত কিন্তু মরগান যেভাবে বলে সেভাবেই খেলে।'