দল থেকে বাদ পড়েও, আমিরের শুভ কামনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃহস্পতিবার মোহাম্মদ আমিরকে ছাড়াই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য নেয়া হয়েছে তাকে।
ইংল্যান্ড সিরিজের দলে জায়গা পেয়ে দারুণ আনন্দিত আমির। বিশ্বকাপ দল থেকে বাদ পড়েও পুরো পাকিস্তান দলের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। বিশ্বকাপের শিরোপা এবার পাকিস্তানই জিতবে বলে বিশ্বাস এই পেসারের।

'ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য নির্বাচিত হয়ে দারুণ আনন্দিত, আমি আমার শতভাগ দেবো ইংশাল্লাহ এবং বিশ্বকাপের জন্য দলকে শুভকামনা। ট্রফিটা ঘরে আসছে ইনশাল্লাহ। আমাদের দলকে সমর্থন দিন।'
এই বাঁহাতি পেসার নিষিদ্ধ থাকায় ২০১০ ও ২০১৫ বিশ্বকাপে অংশ নিতে পারেননি। এবারের বিশ্বকাপ দল থেকে তাঁর বাদ পড়ার মূল কারণ বাজে ফর্ম।
শেষ ১৪ ম্যাচে মাত্র ৪টি উইকেট শিকার করতে পেরেছেন এই পেসার। আগামী ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সুযোগ রয়েছে।
বিশ্বকাপ স্কোয়াডের স্ট্যানবাই তালিকায় থাকায়, কারো ইনজুরিতে কপাল খুলতেই পারে মোহাম্মদ আমিরের। তাই শেষ পর্যন্ত আশা ছাড়ছেন না তিনি।