promotional_ad

দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন শান্ত

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন প্রাইম ব্যাংকের বিপক্ষে আজ ৬ উইকেটের বড় জয় পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী লিমিটেড। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৩২ বল হাতে রেখে জয় তুলে নিতে সক্ষম হয়েছে দলটি। 


আবাহনীর এই সহজ জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছেন নাজমুল হোসেন শান্ত এবং ভারতীয় রিক্রুট ওয়াসিম জাফর। এই দুই ব্যাটসম্যান পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা।


জাফর ৬৪ রান করে আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত ৭৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান শান্ত। আর তাঁর সাথে ৩৩ রানে অপরাজিত থাকেন জাতীয় দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। 


প্রাইম ব্যাংকের হয়ে সবথেকে সফল বোলিং করেছেন অফ স্পিনার নাঈম হাসান। ৮.৪ ওভার বোলিং করে ৪৯ রানে ২ উইকেট শিকার করেছেন তিনি। আর ১টি করে উইকেট নিতে পেরেছেন আরিফুল হক এবং আব্দুর রাজ্জাক। 



promotional_ad

এর আগে আজ সকালে টসে হেরে ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে মাত্র ২২৬ রানে অলআউট করে দিয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী লিমিটেড। এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে আবাহনীর পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের তোপের মুখে অল্পতে গুঁটিয়ে যায় আনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক। 


৯.৩ ওভার বোলিং করে মাত্র ৩২ রান খরচায় একাই ৫ উইকেট শিকার করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাইফুদ্দিন। তাঁর পাশাপাশি মাশরাফি বিন মর্তুজা এবং সৌম্য সরকারও ছিলেন বল হাতে ফর্মে। উভয়ই পেয়েছেন ২টি করে উইকেট। 


সাইফুদ্দিনের দারুণ বোলিংয়ের সামনে ম্লান হয়ে গিয়েছে অলোক কাপালির ১১২ বলে ৮০ রানের লড়াকু ইনিংসটির। দলের বিপর্যয়ে তাঁর এই ইনিংসের সুবাদে ২০০ রানের কোটা পার করতে সক্ষম হয়েছিল প্রাইম ব্যাংক। 


তবে শুধু কাপালিই নন, দারুণ ব্যাটিং করেছেন ১৮ বছর বয়সী নাঈম হাসান। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫১ রান করেন তিনি।  এছাড়া ১৯ রান এসেছে মনির হোসেনের ব্যাট থেকে।  


সংক্ষিপ্ত স্কোরঃ



প্রাইম ব্যাংকঃ  ২২৬/১০ (৪৯.৩ ওভার) (নাঈম-৪২*, মনির-১০*; সাইফুদ্দিন-৫/৩২, মাশরাফি-২/৫০)


আবাহনী লিমিটেডঃ ২২৮/৪ (৪৪.৪ ওভার) (শান্ত-৭৭*; মিঠুন-৩৩*; নাঈম-২/৪৯, আরিফুল-১/২৭) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball