promotional_ad

বোলারদের নৈপুণ্যে দিল্লিকে হারাল মুম্বাই

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোলারদের নৈপুণ্যে দিল্লি কেপিটেলসকে ৪০ রানের ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ১৬৮ রানের জবাবে দিল্লির ইনিংস থেমেছে ১২৮ রানে।


মুম্বাইয়ের দেয়া ১৬৯ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ৪৯ রান যোগ করেন ধাওয়ান ও পৃথ্বী শ। ধাওয়ান ২০ রান করে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি।


শ আউট হয়েছেন ২০ রান করে। মুনরো ৩, আইয়ার ৩ ও পান্ত মাত্র ৭ রান করে সাজঘরের পথ ধরেন। মাঝে অক্ষর ও ক্রিস মরিস কিছুটা রানের চাকা সচল রাখলেও ১১ রান করা মরিস আউট হলে আবারও শুরু হয় ব্যাটসম্যানদের আসা যাওয়া।


দলীয় ১০৭ রানেই তিন ব্যাটসম্যান আউট হয়েছেন। কিমো পল ফিরেছেন রানের খাতা খোলার আগেই। অক্ষরের ব্যাট থেকে এসেছে ২৮ রান। শেষদিকে রাবাদা আউট হয়েছেন ৯ রান করে।


মিশ্র ৬ ও ইশান্ত কোনো রান না করে অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। মুম্বাইয়ের হয়ে ৩টি উইকেট নিয়েছেন রাহুল চাহার। ২টি উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ। তাছাড়া ১টি করে উইকেট গেছে ক্রুনাল, হার্দিক ও মালিঙ্গার ঝুলিতে।



promotional_ad

এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে মুম্বাইকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। এই দুজনে যোগ করেন ৫৭ রান। রোহিত ফিরেছেন ৩০ রান করে।


বেশিক্ষণ টিকতে পারেননি বেন কাটিং। তিনি ফিরেছেন মাত্র ২ রান করে। ডি কক আউট হয়েছেন ৩০ রান করে। মিডেল অর্ডারে সূর্য কুমার যাদব দারুণ ব্যাটিং করে মুম্বাইয়ের রানের চাকা সচল রেখেছেন।


২৬ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ৩২ ও ক্রুনাল পান্ডিয়ার অপরাজিত ৩৭ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রানের পুঁজি পায় মুম্বাই।


দিল্লির হয়ে ২ট উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। ১টি করে উইকেট গেছে অমিত মিশ্র ও অক্ষর প্যাটেলের ঝুলিতে।


সংক্ষিপ্ত স্কোরঃ


মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৬৮/৫ (২০ ওভার)



(ক্রুনাল ৩৭*, হার্দিক ৩২, ডি কক ৩৫; রাবাদা ২/৩৮)


দিল্লি কেপিটেলসঃ ১২৮/৯ (২০ ওভার)


(ধাওয়ান ৩৫, অক্ষর ২৬; রাহুল ৩/১৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball