মিরপুরে প্রাইম ব্যাংকের মুখোমুখি আবাহনী

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামছে আবাহনী লিমিটেড। মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
১৩ ম্যাচ খেলে ১০ জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে আবাহনী। সমান সংখ্যক ম্যাচ খেলে ৮ জয়ে পয়েন্ট টেবিলে প্রাইম ব্যাংকের অবস্থান ৩ নম্বরে।

শক্তিমত্তার বিচারে দুই দলই সমান শক্তিশালী। ব্যাট হাতে আবাহনীর সবচেয়ে বড় তারকা জহুরুল ইসলাম। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই দ্বিতীয় স্থানে থেকে সুপার লিগে জায়গা করে নিয়েছিল আবাহনী।
এই তারকা ১২ ম্যাচে ৫৩৬ রান করেছেন। সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় ৪ নম্বরে আছেন তিনি। তাকে সমান ভাবে টেক্কা দিচ্ছেন প্রাইম ব্যাংকের তারকা এনামুল হক বিজয়।
১৩ ম্যাচে বিজয়ের রান ৫১৬। এই ম্যাচে দারুণ খেলে জহুরুলকে পেছনে ফেলার সুযোগ রয়েছে তাঁর। ফলে, আবাহনী ও প্রাইম ব্যাংকের লড়াই ছাপিয়ে, বিজয়-জহুরুলের লড়াই দেখতেও মুখিয়ে থাকবের ক্রিকেট প্রেমীরা।
আবাহনী লিমিটেডঃ মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ এনামুল হক বিজয় (অধিনায়ক), অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মোহাম্মদ আল আমিন হোসেন, মনির হোসেন, সালমান হোসেন ইমন, নাইম হাসান, নাজমুল মিলন, নুর আলম সাদ্দাম, ইমরান আলি, আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন জুনিয়র।