হাফসেঞ্চুরি হাঁকিয়ে সাজঘরে মিঠুন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ 


আবাহনী লিমিটেডঃ ২২১/৬ (৪১ ওভার) (মোসাদ্দেক-৯*, সাইফুদ্দিন-১১*; শফিউল-৩/৩৮, রাহাতুল-২/৪০) 


শান্তর পর মিঠুনঃ শান্তর বিদায়ের পর বেশীক্ষণ টিকতে পারেননি হাফসেঞ্চুরি হাঁকানো মিঠুনও। ইনিংসের ৩৬তম ওভারের বোলিংয়ে এসে রাহাতুল ফেরদৌসের শিকার হয়ে ফিরেছেন তিনি। ৫৬ রান করতে সক্ষম হয়েছেন মিঠুন।  


শফিউলের তৃতীয়ঃ  তৃতীয়বারের মতো আবাহনী শিবিরে আঘাত হানেন পেসার শফিউল। ৩৬ রান করা শান্তকে বোল্ড করে জুটি ভাঙ্গেন তিনি। ফলে ২০০ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বসে আবাহনী। 


promotional_ad

শান্ত ও মিঠুনের জুটিঃ সাব্বিরের বিদায়ের পর ৯১ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত এবং মোহাম্মদ মিঠুন। এই জুটি গড়ার পথে দারুণ একটি হাফসেঞ্চুরি তুলে নেন জাতীয় দলের ব্যাটসম্যান মিঠুন।  


ফিরলেন সাব্বিরঃ দারুণ একটি হাফসেঞ্চুরি হাঁকিয়ে আউট হয়েছেন জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। মাত্র ৫৩ বলে ৬৪ রান করে রাহাতুল ফেরদৌসের প্রথম শিকার হয়েছেন তিনি। ২০তম ওভারের দ্বিতীয় বলে রকিবুল হাসানের হাতে ক্যাচ দিলে সাজঘরে ফিরতে হয় সাব্বিরকে। ফলে ১০৯ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছে আবাহনী।


গাজির ব্রেক থ্রুঃ সাব্বির রহমান এবং ওয়াসিম জাফরের ব্যাটে ভালোই এগিয়ে যাচ্ছিলো আবাহনী। দুই ব্যাটসম্যান জুটি গড়েছিলেন ৭১ রানের। কিন্তু ১৯ রান করা জাফরকে রাহাতুল ফেরদৌসের হাতে ক্যাচ বানিয়ে ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে আউট করেছেন স্পিনার সোহাগ গাজি।  


সাব্বিরের হাফসেঞ্চুরিঃ  দ্রুত ২ উইকেট হারানোর পর আবাহনীর ব্যাটিংয়ের হাল ধরেছেন সাব্বির রহমান এবং ভারতীয় রিক্রুট ওয়াসিম জাফর। সাব্বির এরই মধ্যে নিজের হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। 


সৌম্যর বিদায়ঃ ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয়বারের মতো আঘাত হানেন শফিউল। দলীয় ৩২ রানের মাথায় সৌম্য সরকারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ফলে মাত্র ১৭ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। 


শুরুতেই বিপদে আবাহনীঃ দলীয় মাত্র ৪ রান তুলতেই ওপেনার জহুরুল ইসলামের উইকেটটি হারিয়ে বসেছে আবাহনী। দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে বোল্ড করে নিজের প্রথম উইকেট তুলে নিয়েছেন মোহামেডান পেসার শফিউল ইসলাম। 


ব্যাটিংয়ে আবাহনীঃ সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ সকাল ৯টায় মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান। ম্যাচটিতে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আবাহনী দলপতি মোসাদ্দেক হোসেন সৈকত।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball