বিকেএসপিতে আবাহনী-মোহামেডান মহারণ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ কয়েক বছরে জৌলুস হারিয়েছে আবাহনী-মোহামেডান মহারণ। আবাহনীর দুর্বার এবং একতরফা পারফর্মেন্সে রঙ অনেকটাই বদলে গিয়েছে এই মহারণের।
কিন্তু ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সবচেয়ে ঐতিহ্যবাহী লড়াইয়ে অংশ নিয়ে থাকে এই দুই দল। সুপার লীগের ম্যাচে বুধবার সাভারের বিকেএসপিতে সকাল নয়টায় মুখোমুখি হচ্ছে এই দুই দল।

সুপার লীগে খেলা নিজেদের শেষ ম্যাচেও হেরেছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করে সুপার লীগ নিশ্চিত করা মোহামেডান। অপরদিকে জয় পেয়েছে আবাহনী।
এছাড়া আবাহনী ও মোহামেডানের সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি মোহামেডান। উপরন্তু এসব ম্যাচগুলোতে দাপটের সঙ্গেই জিতেছে আবাহনী।
প্রতিবারের মতো এবারও বেশ শক্তিশালী আবাহনী। ধানমন্ডি পাড়ার ঐতিহ্যবাহী দলটিকে হারাতে হলে বিশেষ কিছুই করতে হবে মতিঝিল পাড়ার দল মোহামেডানকে।
আবাহনী লিমিটেডঃ মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত।
মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ রকিবুল হাসান (অধিনায়ক), আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর।