promotional_ad

অশ্বিন বনাম বাটলারঃ দ্বিতীয় পর্ব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||
 
নিজেদের সর্বশেষ দেখায় রাজস্থান রয়্যালসকে ১৪ রানে হারিয়েছিলো রবিচন্দ্র অশ্বিনের কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু জয়পুরে অনুষ্ঠিত সেই ম্যাচে পাঞ্জাবের জয়ের থেকেও বেশি আলোচনা হয়েছিলো জস বাটলারকে অশ্বিনের করা মানকড় আউট নিয়ে। পুরো ক্রিকেট বিশ্বই পাঞ্জাব দলপতির সমালোচনায় মেতে উঠেছিলো এই ঘটনার পর।


সেই বাটলার এবং অশ্বিন মুখোমুখি হতে যাচ্ছেন আবারও। আজ চন্ডিগড়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এবারের আইপিএলে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে রাজস্থান এবং পাঞ্জাব। অবশ্য ম্যাচটিতে মাঠে নামার আগে পয়েন্ট টেবিলে এগিয়ে আছে কিংসরাই।


এখন পর্যন্ত ৮ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের পঞ্চমে অবস্থান তাদের। সেই তুলনায় কিছুটা নাজুক অবস্থায় আছে আজিঙ্কা রাহানের পাঞ্জাব। ৭টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতে সপ্তমে আছে তারা। তবে প্লে অফের আশা জোরদার করার জন্য আজকের ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। 



promotional_ad

অবশ্য আজকের ম্যাচে আত্মবিশ্বাসের দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে রাজস্থান। কেননা নিজেদের সর্বশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছিলো তারা। অপরদিকে পাঞ্জাব ৮ উইকেটে হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। 


এদিকে আজকের ম্যাচে পাঞ্জাব দলে আসতে পারে একটি পরিবর্তন। অস্ট্রেলিয়ান পেসার এন্ড্রু টাইয়র পরিবর্তে দক্ষিণ আফ্রিকান হার্দাস ভিলজোনের অন্তর্ভুক্তি ঘটতে পারে দলে। কন্ডিশনের কথা বিবেচনা করে আফগান স্পিন তারকা মুজিব উর রহমানেরও সম্ভাবনা আছে আজকে খেলার। 


অপরদিকে ইনজুরির কারণে গত ম্যাচে অনুপস্থিত থাকা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস আজ খেলতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত। সেক্ষেত্রে দলে অন্তর্ভুক্তি ঘটতে পারে অ্যাস্টন টার্নারের। 



কিংস ইলেভেন পাঞ্জাব একাদশ (সম্ভাব্য)- লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, সরফরাজ খান, মন্দিপ সিং, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), স্যাম কারান, হার্দাস ভিলজোন/ মুজিব উর রহমান, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), মোহাম্মদ শামি, মুরুগান অশ্বিন। 


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ (সম্ভাব্য)- আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিফেন স্মিথ, রাহুল ত্রিপাঠি, অ্যাস্টন টার্নার, শ্রেয়াস গোপাল, জোফরা আর্চার, কৃষ্ণাপ্পা গৌতম, জয়দেব উনাদকাট, ধাওয়াল কুলকার্নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball