বিশ্বকাপ স্কোয়াডে কেন রাহি, জানালেন নান্নু

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলে সুইং বোলারদের ঘাটতি পূরণ করতেই বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে পেসার আবু জায়েদ রাহিকে। দল ঘোষণার সময় প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এমনটাই জানিয়েছেন।
ইংল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করেই রাহিকে দলে রাখা হয়েছে। মে-জুন মৌসুমে ইংল্যান্ডের আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার মত বোলার তিনি।

এছাড়া চলতি বছর নিউজিল্যােন্ডর কন্ডিশনেও বল হাতে ভালো করেছিলেন তিনি। মূলত তাঁর সুইং করানোর দক্ষতা আছে বলেই বিশ্বকাপ দলে জায়গা হয়েছে।
'নিউজিল্যান্ড কন্ডিশনে সে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, ওয়ানডে খেলার সুযোগ পায়নি। তবে সেই কন্ডিশনে আমরা যতটা দেখেছি যে ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে। আমাদের পেসারদের মধ্যে সুইং বোলারের সংখ্যা বেশ কম।
'যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা, আয়ারল্যান্ডেও ত্রিদেশীয় সিরিজ আছে। আর মে এবং জুন মাসের দিকে ঠান্ডাও বেশি থাকে। তাপমাত্রাও অনেক কম থাকে। সেই হিসেবে পেসারদের মধ্যে সুইং বোলার কাউকে যদি অন্তর্ভুক্ত করতে পারি তাহলে সেটি আমাদের জন্য প্লাস পয়েন্ট। সেই চিন্তা করে রাহিকে দলে রাখা হয়েছে।' (নান্নু)
বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।