promotional_ad

চ্যাপেলের ফেভারিটের তালিকায় নেই বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আসন্ন বিশ্বকাপ আসরে নিজের বাংলাদেশকে ফেভারিট হিসেবে দেখছেন না সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল।  বরঞ্চ টুর্নামেন্টে ফেভারিট দলের তালিকায় নিজ দল অস্ট্রেলিয়া ছাড়াও ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান এবং উইন্ডিজকে রেখেছেন তিনি। 


অজি এই কিংবদন্তীর মতামত ইংল্যান্ডের আবহাওয়া আর্দ্র থাকলে পাকিস্তান এবং উইন্ডিজদের সম্ভাবনা থাকবে ব্যাপক। ইএসপিএন ক্রিকইনফোকে চ্যাপেল বলেছেন, 'যদি আর্দ্র আবহাওয়া থাকে তাহলে সেরা পেস আক্রমণের দলগুলো সুবিধা পাবে, কারণ ব্যাটিং অনেক কঠিন হয়ে যাবে।'



promotional_ad

এছাড়াও বিশ্বকাপ চলাকালীন সময়ে শুষ্ক আবহাওয়া থাকলে ব্যাটসম্যানরা এগিয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি। তেমনটি হলে বোলিংয়ে বৈচিত্র সম্বলিত দলগুলো সাফল্য অর্জন করতে পারবে, মতামত চ্যাপেলের। ???াঁর ভাষ্যমতে, 


'যদি এটা শুষ্ক গ্রীষ্ম হয়, তবে ব্যাটসম্যানরাই এগিয়ে থাকবে। আর সে ক্ষেত্রে যে বোলিং আক্রমণে বৈচিত্র্য আছে—সত্যিকারের গতিময় পেসার ও স্পিনারের সমন্বয়ে গড়া দলই ফাইনালে যাবে।'


বিশ্বকাপের সম্ভাব্য পাঁচ বিজয়ী দলের নামও ঘোষণা করেছেন চ্যাপেল। তাঁর বিশ্বাস ইনজুরি সমস্যা না থাকলে এবারের বিশ্বকাপ জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের। একই সাথে উইন্ডিজ এবং পাকিস্তানকেও তিনি কাতারে রেখেছেন,  



'চোট ঝামেলা না থাকলে এ হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাই এগিয়ে আছে। পাঁচটি দল সম্ভাব্য বিজয়ী। আর সম্প্রতি ভালো করা ওয়েস্ট ইন্ডিজ ও ভয়ংকর অননুমেয় পাকিস্তানকেও বাদ দিতে পারছি না,' বলেছেন এই সাবেক অজি অধিনায়ক। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball