promotional_ad

রোহিতের কাছে হারলেন কোহলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পাঁচ উইকেটে হেরেছে ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আট ম্যাচের সাতটিতে ইতিমধ্যেই হেরে যাওয়ায় আসরের প্লে অফ থেকে ছিটকে গিয়েছে দলটি।


১৭২ রানের চ্যালেঞ্জিং রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছে মুম্বাইয়ের দুই ওপেনার। ১৯ বলে ২৮ রান করে অধিনায়ক রোহিত শর্মা মঈন আলীর বলে বোল্ড হয়ে ফিরে গিয়েছেন।


ততক্ষণে দলের রান ৭০। অবশ্য রোহিতের পথ ধরে একই ওভারে ফিরে গিয়েছেন কুইন্টন ডি ককও। ফেরার আগে ২৬ বলে ৪০ রান করেন তিনি।


promotional_ad

এরপরে সুরিয়াকুমার যাদবের ২৩ বলে ২৯ ও ইশান কিশানের ৯ বলে ২১ রানের কল্যাণে ম্যাচে ভালো অবস্থানেই থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়ার ব্যাটে জয় নিশ্চিত করে মুম্বাই।


হার্দিক করেন ১৬ বলে ৩৭* রান। ক্রুনাল করেন ১১ রান। এক ওভার হাতে রেখে জয় পাওয়া দলটি পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭১ রান করেছে ব্যাঙ্গালুরু। আগের দিনে দল জেতানো ভিরাট কোহলি এদিনে ফিরে গিয়েছেন মাত্র ৮ রানে।


এরপরে আরেক ওপেনার পার্থিব প্যাটেলের সঙ্গে দলের রান তোলার দায়িত্ব নেন এবি ডি ভিলিয়ার্স। ২০ বলে ২৮ রান করে ফিরে গিয়েছেন পার্থিব। এরপরে ভিলিয়ার্সের সঙ্গে যোগ দেন মঈন আলী।


দুজনে মিলে গড়েন ৯৫ রানের জুটি। ৩২ বলে একটি চার ও পাঁচটি ছক্কায় ৫০ রান করে ফিরে যান মঈন। এর একটু পরে ফিরে যান ভিলিয়ার্সও। যাওয়ার আগে ৫১ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৭৫ রান করে ফিরে যান তিনি।


শেষদিকে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে আরও ভালো স্কোর গড়ার পথ থেকে সরে যায় ব্যাঙ্গালুরু। ৩১ রান খরচায় চার উইকেট নিয়েছেন মালিঙ্গা। 


সংক্ষিপ্ত স্কোরঃ-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুঃ-
১৭১/৭ (২০ ওভার)
(ডি ভিলিয়ার্স ৭৫, মঈন ৫০; মালিঙ্গা ৪/৩১)
মুম্বাই ইন্ডিয়ান্সঃ- ১৭২/৫ (১৯ ওভার)
(কক ৪০, হার্দিক ৩৭*; মঈন ২/১৮)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball