রেলিগেশন লীগের পরীক্ষায় ব্রাদার্স ইউনিয়ন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) একটুও ভালো সময় যায়নি ব্রাদার্স ইউনিয়নের। ১১ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে দলটি।
পয়েন্ট টেবিলের অবস্থান দশম স্থানে। এবার তাই রেলিগেশন লীগেই খেলতে হচ্ছে দলটিকে। মঙ্গলবার দিনের একমাত্র ম্যাচে দলটির প্রতিপক্ষ উত্তরা স্পোর্টিং ক্লাব।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হচ্ছে দল দুইটি। এবারের আসরের নবাগত দল উত্তরার অবস্থানও ছিল নাজুক। এগারো ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে দলটি।
পয়েন্ট টেবিলের অবস্থান একদম তলানিতে। তবে আগামী ডিপিএলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রেলিগেশন লীগে ব্রাদার্সের বিপক্ষে একটু কঠিন পরীক্ষা দিতে হবে মোহাইমিনুল খানের দলকে।
জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী ও ফজলে রাব্বিদের গড়া দলের বিপক্ষে জয় পাওয়া মোটেই সহজ হবে না তারুণ্যনির্ভর দলটির।
ব্রাদার্স ইউনিয়নঃ মোহাম্মদ শরিফুল্লাহ (অধিনায়ক), ফজলে রাব্বি, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি, জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ শাহজাদা।
উত্তরা স্পোর্টিং ক্লাবঃ মোহাইমিনুল খান (অধিনায়ক), তানজিদ হাসান, আনিসুল ইসলাম ইমন, জনি তালুকদার, মিনহাজ খান রিফাত, নাইমুল ইসলাম, আব্দুর রশিদ, সোহেল রানা, নাহিদ হাসান, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহানগীর আলম, শেখ হুমায়ুন।