ভারতীয় নির্বাচকদের পাগল বললেন ভন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিশ্বকাপ স্কোয়াডে উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্টকে না রাখায় ভারতীয় নির্বাচনদের পাগল বলে আখ্যা দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা পান্টকে বিবেচিত না করায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভন লিখেছেন, 'বিশ্বকাপ স্কোয়াডে রিশাভ পান্ট নেই, ভারতীয়রা কি পাগল নাকি!'
সোমবার আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই দলে পান্টের পরিবর্তে নির্বাচকদের পছন্দ আরেক উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ওয়ানডে সিরিজে কার্তিকের পরিবর্তে পান্টকে দলে নেয়ার পর জোর গুঞ্জন উঠেছিলো তাঁর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে।
অনেকেই ধারণা করেছিলেন ইংল্যান্ডে যাচ্ছেন এই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান। তবে প্রতিভার থেকে এবার অভিজ্ঞতাকেই বেশি প্রাধান্য দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই কারণে ৩৩ বছর বয়সী কার্তিকে আস্থা রেখেছে তারা।
এখন পর্যন্ত ভারতের হয়ে মোট ৯১টি ওয়ানডে খেলেছেন ৩৩ বছর বয়সী কার্তিক। যেখানে তিনি ৩১.০৩ গড়ে ১৭৩৮ রান সংগ্রহ করেছেন। অপরদিকে ২১ বছর বয়সী পান্ট মাত্র ৫টি ওয়ানডে খেলেছেন এখন পর্যন্ত এবং রান করেছেন ৯৩।
এদিকে শুধু ভন নন, পান্ট না থাকায় অবাক হয়েছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারও। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দারুণ উন্নতি করছেন পান্ট। আর সেই কারণে বিশ্বকাপের আদর্শ বাছাই হতে পারতেন তিনি বলে মনে করেন গাভাস্কার। তিনি বলেছেন,
'সে দারুণ ফর্মে আছে, তাঁর ব্যাটিং দুর্দান্ত। শুধু আইপিএল নয় এর আগেও সে এমন ব্যাটিং করেছে। উইকেটরক্ষক হিসেবেও সে উন্নতি দেখাচ্ছে। সে শীর্ষ ছয়ে ভালো বিকল্প হতে পারত, যা বোলারদের বিপক্ষে খুব কাজে আসতো। বোলারদের লাইন পরিবর্তন করতে হতো এবং অধিনায়ককে অনেক ফিল্ডিং সাজাতে হতো।'