ইনিংস বড় করতে ব্যর্থ লিটন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডানঃ ৪১/১, ৬.১ ওভার

ইরফান শুক্কুর ১৬*, অভিষেক মিত্র ০*
শুভাশিষ রয় ১/২৩, মোহাম্মদ শহীদ ০/৬
ফিরলেন লিটনঃ রূপগঞ্জের দেয়া ৩১৪ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করেছিলেন মোহামেডানের ওপেনার লিটন কুমার দাস। কিন্তু নিজের ইনিংসটি বড় করতে পারেননি এই ডানহাতি।
২১ বলে ৫ চার ২৪ রানের ইনিংস খেলে ফিরেছেন তিনি। তাঁকে ফিরিয়েছেন পেসার শুভাশিষ রয়। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন অভিষেক মিত্র। তাঁর সাথে উইকেটে রয়েছেন ওপেনার ইরফান শুক্কুর।