promotional_ad

মিডেল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হারল হায়দ্রাবাদ

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মিডল অর্ডারের ব্যর্থতায় আবারও ম্যাচ হারলো সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে রবিবার সন্ধ্যার ম্যাচে দিল্লী ক্যাপিটালসের কাছে ৩৯ রানে হেরেছে দলটি।


১৫৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিনেও ভালো সূচনা করেন হায়দ্রাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো।


উদ্বোধনী জুটিতে দুজনে তোলেন ৭২ রান। ৩১ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৪১ রান করে ফিরে যান দলের ইংলিশ উইকেটরক্ষক বেয়ারস্টো। এরপরে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে হায়দ্রাবাদ।


সাকিব আল হাসান বিহীন মিডল অর্ডার এদিনেও তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে। অধিনায়ক কেন উইলিয়ামসন ৩ ও রিকি ভুই ৭ রানে ফিরে যাওয়ার পর প্যাভিলিয়নের পথ ধরেন ওয়ার্নারও।



promotional_ad

৪৭ বলে ৫১ রান করে ফিরেন তিনি। এরপরে দলীয় ১১০ রানের মধ্যে বিজয় শঙ্কর (১), দীপক হুদা (৩) ও রশিদ খানও (০) ফিরে যান। শেষমেশ ১১৬ রানেই অলআউট হয় হায়দ্রাবাদ। ২২ রান খরচায় চার উইকেট নেন ক্যাগিসো রাবাদা।


এর আগে টসে হেরে আগে ব্যাট করা দিল্লী ক্যাপিটালস এদিনে ২০ রানেই হারিয়েছে দুই ওপেনারের উইকেট। পৃথ্বী শ (৪) ও শিখর ধাওয়ান (৭) দ্রুত ফিরলেও দ্রুত ফিরলেও হাল ধরেন কলিন মুনরো এবং শ্রেয়াশ আইয়ার।


২৪ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪০ রান করে ফিরে যান মুনরো। এরপরে রিশভ পান্তের সঙ্গে দলের রান বাড়াতে থাকেন অধিনায়ক শ্রেয়াশ। ৪০ বলে ৪৫ রান করে ভুবনেশ্বর কুমারের বলে ফিরে যান তিনি।


পান্তের ২৩ ও অক্ষর প্যাটেলের ১৪* রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৫ রান করে দিল্লী। হায়দ্রাবাদের হয়ে তিনটি উইকেট নেন খলিল আহমেদ।


এই মুহূর্তে সাত ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে হায়দ্রাবাদ। অপরদিকে আট ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয়তে পৌঁছে গিয়েছে দিল্লী।



সংক্ষিপ্ত স্কোরঃ-


দিল্লী ক্যাপিটালসঃ- ১৫৫/৭ (২০ ওভার)
(আইয়ার ৪৫, মুনরো ৪০; খলিল ৩/৩০)
সানরাইজার্স হায়দ্রাবাদঃ- ১১৬/১০ (১৮.৫ ওভার)
(ওয়ার্নার ৫১, বেয়ারস্টো ৪১; রাবাদা ৪/২২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball