ফতুল্লায় বিজয়দের মুখোমুখি সোহানের শেখ জামাল

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বেশ দাপটের সঙ্গেই ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সুপার লীগে খেলছে এনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এগারো ম্যাচে আট জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয়তে থেকে সুপার লীগ নিশ্চিত করেছে তাঁরা।
অপরদিকে সুপার লীগ নিশ্চিত করতে কিছুটা কষ্ট হয়েছে নুরুল হাসান সোহানের শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের। এগারো ম্যাচে ছয়টি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে সুপার লীগে খেলছে তাঁরা।

এবার সুপার লীগের প্রথম দিনে মুখোমুখি হচ্ছে দল দুইটি। নারায়ণগঞ্জের ফতুল্লায় সকাল নয়টায় মাঠে নামবে দল দুইটি।
এর আগে গ্রুপ পর্বের খেলায়ও শেখ জামালকে হারিয়েছিল প্রাইম ব্যাংক। সবমিলিয়ে শেষ পাঁচবারের দেখায় তিনবার জয় পেয়েছে প্রাইম ব্যাংক।
আর তাই ম্যাচের আগে মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকবে নুরুল হাসান সোহানের দল। অলক কাপালি-আব্দুর রাজ্জাকদের নিয়ে গড়া অভিজ্ঞ দলটিকে হারাতে একটু বাড়তি পরিশ্রম করতে হবে তাঁদের।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ এনামুল হক বিজয় (অধিনায়ক), অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মোহাম্মদ আল আমিন হোসেন, মনির হোসেন, সালমান হোসেন ইমন, নাইম হাসান, নাজমুল মিলন, নুর আলম সাদ্দাম, ইমরান আলি, আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন জুনিয়র।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, তানবির হায়দার।