টানা চার ম্যাচ জিতে প্লে অফে চেন্নাই

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থ জয়ের দেখা পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর এই জয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করেছে দলটি। অপরদিকে টানা তিন ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের ষষ্ঠতে নেমে গিয়েছে কলকাতা।
এদিন কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে দীনেশ কার্তিকের দলের ছুঁড়ে দেয়া ১৬২ রানের লক্ষ্য ২ বল বাকি থাকতেই টপকে যায় ধোনি বাহিনী। চেন্নাইয়ের এই জয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
মাত্র ৪২ বলে ১ ছয় এবং ৭ চারের সাহায্যে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেছেন রায়না। যেখানে শেষের দিকে রবীন্দ্র জাদেজা খেলেছেন ১৭ বলে ৩১ রানের একটি ক্যামিও ইনিংস। ৫টি চারের সাহায্যে তাঁর এই অপরাজিত ইনিংসটি জয় ত্বরান্বিত করেছে চেন্নাইয়ের। এছাড়া বাকি ব্যাটসম্যানদের মধ্যে ফাফ ডু প্লেসিস ১৬ বলে ২৪ এবং কেদার যাদব ১২ বলে ২০ রান করেন।

ম্যাচটির শেষ ওভারে জয়ের জন্য ৮ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। পীযুষ চাওলার করা সেই ওভারের প্রথম বলে একটি চার হাঁকান জাদেজা। এরপরের দুই বলে ১ রান করে নেন জাদেজা এবং রায়না। ফলে সেসময় ৩ বলে ২ রান প্রয়োজন ছিল তাদের। এরপর চতুর্থ বলটিতে ২ রান নিয়ে চেন্নাইকে দারুণ একটি জয় এনে দেন জাদেজা।
কলকাতার পক্ষে চাওলা ৩.৪ ওভারে ৩২ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন। যেখানে ক্যারিবিয়ান নারিন সমান সংখ্যক উইকেট পেলেও ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়েছেন। এছাড়াও ১টি উইকেট নিতে পেরেছেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার হ্যারি গার্নি।
এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে কলকাতাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ধোনি। পরবর্তীতে খেলতে নেমে অজি ওপেনার ক্রিস লিনের ৫১ বলে ৮২ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে নাইট রাইডার্সরা। এই ইনিংসটি খেলার পথে ৬টি ছয় এবং ৭টি চার হাঁকিয়েছেন লিন।
এছাড়াও নীতিশ রানা ২১ এবং অধিনায়ক দীনেশ কার্তিক ১৮ রান করেছিলেন। চেন্নাইয়ের হয়ে প্রোটিয়া স্পিন তারকা ইমরান তাহির দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ২৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। ক্রিস লিনের উইকেটটিও ছিল এই তালিকায়। এছাড়াও শার্দূল ঠাকুর ১৮ রানে পেয়েছেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
কলকাতা নাইট রাইডার্সঃ ১৬১/৮ (২০ ওভার) (লিন-৮২, রানা- ২১; তাহির-৪/২৭, শার্দূল-২/১৮)
চেন্নাই সুপার কিংসঃ ১৬২/৫ (১৯.৪ ওভার) রায়না-৫৮*, জাদেজা- ৩১*; নারিন-২/১৯, চাওলা-২/৩২)