আজও হায়দ্রাবাদ একাদশে নেই সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের সাকিব আল হাসান। ২৪শে মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচটির পর আর খেলানো হয়নি টাইগার এই অলরাউন্ডারকে।
আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটিতেও একাদশের বাইরে রয়েছেন সাকিব। দলে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ফেরায় এমনিতেই একাদশে জায়গা পাওয়া কঠিন ছিল সাকিবের পক্ষে।
তার ওপর ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নাররা। আর বল হাতে দলটির অপরিহার্য সদস্য রাশিদ খান তো আছেনই।

আজকের ম্যাচটিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে খেলতে নামছে হায়দ্রাবাদ। মোহাম্মদ নবীর পরিবর্তে দলে এসেছেন নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন। এছাড়াও দলে এসেছে রিকি ভুই এবং বাঁহাতি পেসার খলিল আহমেদ।
অপরদিকে দিল্লি ক্যাপিটালস দলেও এসেছে পরিবর্তন। এবারের আইপিএলে প্রথমবারের মতো দিল্লির একাদশে খেলছেন কিউই ব্যাটসম্যান কলিন মুনরো। এছাড়া লেগ স্পিনার অমিত মিশরাকে সুযোগ দিয়েছে দিল্লি।
উল্লেখ্য দিল্লির বিপক্ষে ম্যাচটিতে এরই মধ্যে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক উইলিয়ামসন। টানা দুই ম্যাচে পরাজিত হওয়ার পর আজ জয়ের ধারায় ফিরতে মাঠে নামছে হায়দ্রাবাদ। রাজিব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচটি।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশঃ
ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, রিকি ভুই, দীপক হুদা, অভিষেক শর্মা, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দ্বীপ শর্মা।
দিল্লি ক্যাপিটালস একাদশঃ
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্রেয়াশ আইয়ার (অধিনায়ক), রিশাভ পান্ট (উইকেটরক্ষক), কলিন মুনরো, ক্রিস মরিস, অক্ষর প্যাটেল, কিমো পল, অমিত মিশরা, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা।