ফিল্ডিংয়ে হায়দ্রাবাদ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টানা দুই ম্যাচে পরাজিত হওয়ার পর আজ জয়ের ধারায় ফিরতে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজিব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই ম্যাচে এরই মধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন
এদিকে হায়দ্রাবাদ নিজেদের শেষ ২ ম্যাচ হারলেও টানা ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে দিল্লী। সেই সঙ্গে দলের টপ অর্ডার এবং মিডেল অর্ডার আছে দারুণ ছন্দে। বোলিং নিয়েও বড় কোন সমস্যায় পড়তে হয় নি দলটিকে।

আইপিএলে দল হিসেবে রবিবারের ম্যাচটি হায়দ্রাবাদের ১০০তম ম্যাচ। তাই নিজেদের মাইলফলকের ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে টম মুডির শিষ্যরা। ২০১৬ সালের আইপিএলে হায়দ্রাবাদের বিপক্ষে শেষ বারের মত জিতেছিল দিল্লী। তাই পরিসংখ্যানের পাল্লা হিসেবে করলে সেটা হায়দ্রাবাদের পক্ষেই যাচ্ছে।
দিল্লি ক্যাপিটালস স্কোয়াডঃ
শিখর ধাওয়ান, পৃথ্বী শ, কলিন মুনরো, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষাভ পান্ট (উইকেটরক্ষক), অঙ্কুশ বাইনস (উইকেটরক্ষক), হানুমা বিহারী, জলজ সাক্সেনা, কিমো পল, শেরফানে রাদারফোর্ড, কলিন ইনগ্রাম, অক্ষর প্যাটেল, হার্শাল প্যাটেল, মনজোত কালরা, ক্রিস মরিস, অমিত মিশ্র, রাহুল তেওয়াতিয়া, জয়ন্ত যাদব, সন্দ্বীপ লামিচানে, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা, নাথু সিং, বান্দারু আইয়াপ্পা।
সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াডঃ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীষ পাণ্ডে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শ্রীবৎস গোস্বামী (উইকেটরক্ষক), রিকি ভুই, দীপক হুদা, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, মোহাম্মদ নবী, অভিষেক শর্মা, বিজয় শঙ্কর, রশীদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, বাসিল থাম্পি, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ, থাঙ্গারাসু নটরজান, সন্দ্বীপ শর্মা।