অবসর নিয়ে ঠিক করেছেন ডি ভিলিয়ার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এর ফলে আগের থেকে আরো বেশি সক্রিয় এবং নিরলস হয়ে উঠেছেন তিনি খেলাটির প্রতি, মতামত তাঁর।
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে গত ম্যাচে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলার পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এই ব্যাটসম্যান এই অভিব্যক্তি প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর এখন বিশ্বের নানা প্রান্তে খেলে বেড়াচ্ছেন ডি ভিলিয়ার্স। পাশাপাশি নিজ দেশের তরুণ ক্রিকেটার এবং স্থানীয়দের ক্রিকেটে পরিণত করে তোলার সুযোগ পাচ্ছেন তিনি। দক্ষিণ আফ্রিকার তারকা এই ব্যাটসম্যান বলেছেন,

'আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত আমাকে আরও বেশি প্রখর করে তুলেছে। আমি বিশ্বের নানা প্রান্তে ক্রিকেট খেলতে পারছি এবং নিজেকে আরও প্রখর করে তুলতে পারছি।
'আমি বাড়িতে ফেরার পর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নিয়ে কাজ করি। আমি কিছু স্থানীয় ক্রিকেটার এবং তরুণদের নিয়ে কাজ করি যা আমাকে আসলেই অনেক এনার্জি প্রদান করে ও প্রেরণা যোগায় তরুণদের জন্য ভালো কিছু করার এবং তাঁদের জন্য উদাহরণ হয়ে থাকার।'
আইপিএলের মতো টুর্নামেন্ট খেলার মাধ্যমে নিজেকে আরও বেশি নিরলস করে তুলছেন ডি ভিলিয়ার্স। নিজের খেলার ধাঁর বৃদ্ধিতেও সহায়তা করছে এই টুর্নামেন্টগুলো, বিশ্বাস তাঁর। সাবেক এই প্রোটিয়া অধিনায়কের ভাষায়,
'আমি বছরে টানা ১০-১১ মাস খেলার মধ্যে থাকতে পারি না এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটানোর পর প্রখরতা বজায় রাখা সম্ভব হতো না। এই ধরণের টুর্নামেন্ট (আইপিএল) আমি প্রায়শই খেলে থাকি, প্রতি ২-৩ মাস খেলি। এটি আমাকে আসলেই সতেজ এবং নিরলস রাখে।'
উল্লেখ্য এবারের আইপিএলে এখন পর্যন্ত ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন এবিডি ভিলিয়ার্স। ব্যাঙ্গালুরুর হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে ৩টিতে পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। পাঞ্জাবের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩৮ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে প্রথম জয় এনে দিয়েছেন তিনি।