promotional_ad

চেন্নাইয়ের জয়রথ থামাবে কলকাতা?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের আইপিএল আসরে টানা জয়ের মধ্যে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখন পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই জয়ের দেখা পেয়েছে তারা। নিজেদের চতুর্থ ম্যাচে শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছিল চেন্নাই। 


এরপর আর পেছন ফিরে তাকায়নি দলটি। বাকি তিন ম্যাচে দারুণ পারফর্মেন্স দেখিয়ে জয় তুলে নিয়েছে তারা। এবার টানা চতুর্থ ম্যাচে জয়ের মাধ্যমে প্লে অফ নিশ্চিত করতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে ধোনি বাহিনী। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। 


অপরদিকে চেন্নাইয়ের প্রতিপক্ষ কলকাতা এখন পর্যন্ত মোট ৭টি ম্যাচে ৪টিতে জয়ের দেখা পেয়েছে। ০.৪৩৪ রান রেট নিয়ে বর্তমানে দ্বিতীয়তে অবস্থান করছে তারা। তবে নিজেদের সর্বশেষ দুই ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছিল দলটি। যার প্রথমটি ছিল এই চেন্নাইয়ের বিপক্ষেই। 


আইপিএলের ২৩তম ম্যাচটিতে ধোনি বাহিনীর কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় রাইডার্সরা। এরপর দিল্লি ক্যাপিটালসের কাছে শেষ ম্যাচেও ৭ উইকেটে হেরেছিল দীনেশ কার্তিকের দল। সবমিলিয়ে আজ আন্ডারডগের তকমা নিয়ে মাঠে নামবে তারা। 



promotional_ad

আজকের ম্যাচে হেরে গেলে পয়েন্ট টেবিলের ষষ্ঠতে নেমে আসার সম্ভাবনা আছে কলকাতার। সুতরাং নিজেদের ঘরের মাঠে জয় ছাড়া বিকল্প কিছু ভাববে না তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে কলকাতা শিবিরে দেখা যেতে পারে সুনীল নারিনকে। ব্যাটিং কোচ সাইমন ক্যাটিচ জানিয়েছেন এমনটাই। 


সেক্ষেত্রে আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটকে সাইড বেঞ্চে বসতে হতে পারে। এছাড়াও গত ম্যাচে শুন্য রানে আউট হওয়া জো ডেনলির পরিবর্তে একাদশে আসতে পারেন অজি হার্ডহিটার ক্রিস লিন।   


তবে পরিবর্তন আসার তেমন সম্ভাবনা নেই চেন্নাই দলে। ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো এখনও পুরোপুরি ফিট না হওয়ায় আরও কয়েকটি ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন। চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি নিশ্চিত করেছেন এমনটাই। ফলে আজকের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে ধোনির দল।   


চেন্নাই সুপার কিংস একাদশ (সম্ভাব্য)- 


ফাফ ডু  প্লেসিস, শেন ওয়াটসন, সুরেশ রায়না, আম্বাতি রাইয়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহির, শার্দূল ঠাকুর, দীপক চাহার।



কলকাতা নাইট রাইডার্স একাদশ (সম্ভাব্য)- 


ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, শুভমান গিল, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা, লকি ফার্গুসন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball