promotional_ad

হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি আবাহনী ও দোলেশ্বর

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সুপার লীগ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে আগামীকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী লিমিটেড এবং ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। 


বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটিতে শক্তিমত্তার দিক থেকে কিছুটা এগিয়ে আছে আবাহনী। জাতীয় দলের বেশ কিছু তারকা ক্রিকেটার খেলছেন দলটিতে। যাদের মধ্যে অধিনায়ক মোসাদ্দেক ছাড়াও রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিনদের মতো খেলোয়াড়েরা।


তার ওপর গ্রুপ পর্বে দারুণ পারফর্মেন্স করে সুপার লীগে উঠে এসেছে আবাহনী। ১১ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়তে ছিল তারা। অবশ্য আবাহনীর থেকে খুব একটা পিছিয়ে নেই প্রাইম দোলেশ্বরও। ফরহাদ রেজার নেতৃত্বাধীন দলটি গ্রুপ পর্বে ১১টি ম্যাচের মধ্যে ৭টিতে জয়ের দেখা পেয়েছিল। ফলে চতুর্থ থেকে সুপার লীগে পা রাখে দলটি।


দোলেশ্বর শিবিরে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটার তেমন না থাকলেও বেশ ভালোই পারফর্ম করে আসছেন ফরহাদ রেজা, আরাফাত সানি, সাইফ হাসানরা। বিশেষ করে অধিনায়ক রেজা আছেন দারুণ ফর্মে। 



promotional_ad

গ্রুপ পর্বে মোট ১১টি ম্যাচে ২৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন তিনি। অপরদিকে ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সপ্তমে আছেন স্পিনার আরাফাত সানি। সুতরাং তাঁকেও সামলাতে হবে আবাহনীর ব্যাটসম্যানদের। 


ব্যাট হাতে দারুণ খেলছেন তরুণ দোলেশ্বরের তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান। ১১ ম্যাচে এরই মধ্যে ৫০৬ রান সংগ্রহ করেছেন তিনি। ৫৬.২২ গড়ে ব্যাটিং করা সাইফ রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় স্থানে। এখন পর্যন্ত তিনি হাঁকিয়েছেন ২টি সেঞ্চুরি এবং সমান সংখ্যক হাফসেঞ্চুরি। 


অবশ্য দোলেশ্বরের প্রতিপক্ষ আবাহনীর ক্রিকেটাররাও কম ভালো খেলছেন না। ১০ ম্যাচে ৬৬.৩৭ গড়ে ৫৩১ রান নিয়ে দ্বিতীয় সেরা রান সংগ্রাহক দলটির ডানহাতি ব্যাটসম্যান জহুরুল ইসলাম। ২টি সেঞ্চুরি এবং ২টি হাফসেঞ্চুরির মালিক তিনি। 


জহুরুল যেমন ব্যাট হাতে তেমনি বল হাতে আলো ছড়াচ্ছেন স্পিনার নাজমুল ইসলাম অপু। ২৭ বছর বয়সী এই বাঁহাতি ৯ ম্যাচে ৩.৭৩ ইকনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। আগামীকাল জাতীয় দলের এই স্পিনারকে সামলাতে হলে আটঘাট বেঁধে নামতে হবে দোলেশ্বর ব্যাটসম্যানদের। 


 প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ 



ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, মানিক খান, আসলাম হোসেন।


আবাহনী লিমিটেডঃ 


মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত।


ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে। আর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball