গেইলের 'অন্যরকম' সেঞ্চুরি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে গত ম্যাচে ৬৪ বলে অপরাজিত ৯৯ রানের ঝড়ো ইনিংস খেলার মাধ্যমে নতুন আরেকটি মাইলফলকে পা রেখেছেন ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিস গেইল।
১০০টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলা প্রথম ব্যাটসম্যান হিসেবে নাম লিখিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান। এখন পর্যন্ত মোট ২১টি সেঞ্চুরি এবং ৭৯টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান।
পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার দিক থেকে গেইলের ধারেকাছে অবশ্য নেই কেউই। তালিকার দ্বিতীয়তে থাকা ডেভিড ওয়ার্নার মোট ৭৩টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলতে পেরেছেন টি টুয়েন্টিতে। যেখানে তাঁর সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরির সংখ্যা যথাক্রমে ৭টি এবং ৬৬টি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক ভিরাট কোহলি রয়েছেন এর পরের স্থানটিতে। মোট ৪টি সেঞ্চুরি এবং ৫৫টি হাফসেঞ্চুরি সহ ৬৩টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস রয়েছে তাঁর। চতুর্থ এবং পঞ্চমে অবস্থান সাবেক কিউই দলপতি এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্যান্ডন ম্যাককালাম ও অস্ট্রেলিয়ান হার্ডহিটার অ্যারন ফিঞ্চের।

৭টি সেঞ্চুরি এবং ৫৫টি হাফসেঞ্চুরির মালিক ম্যাককালাম সবমিলিয়ে মোট ৬২টি পঞ্চাশ অতিক্রম করা ইনিংস খেলেছেন। অপরদিকে ফিঞ্চ খেলেছেন ৫৯টি ইনিংস। যেখানে ৬টি সেঞ্চুরি এবং ৫৩টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
টি টুয়েন্টিতে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলা ব্যাটসম্যানঃ
১। ক্রিস গেইলঃ ১০০টি (২১টি সেঞ্চুরি+ ৭৯টি হাফসেঞ্চুরি)
২। ডেভিড ওয়ার্নারঃ ৭৩টি (৭টি সেঞ্চুরি+ ৬৬টি হাফসেঞ্চুরি)
৩। ভিরাট কোহলিঃ ৬৩টি (৪টি সেঞ্চুরি+ ৫৯টি হাফসেঞ্চুরি)
৪। ব্র্যান্ডন ম্যাককালামঃ ৬২টি (৭টি সেঞ্চুরি+ ৫৫টি হাফসেঞ্চুরি)
৫। অ্যারন ফিঞ্চঃ ৫৯টি (৬টি সেঞ্চুরি+ ৫৩টি হাফসেঞ্চুরি)