নির্বাচকদের এক হাত নিলেন আমির সোহেল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজামাম উল হকের নির্বাচক কমিটিকে এক হাত নিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য এবং সাবেক ক্রিকেটার আমির সোহেল। তাঁর মতামত বর্তমান এই নির্বাচক কমিটি পাকিস্তান দলকে সামনে এগিয়ে নিতে ব্যর্থ হচ্ছে বারংবার।
ক্রিকেট বিশ্বে অন্যান্য দল যখন অহরহ ৩০০ এর বেশি রান করছে তখন পাকিস্তান যে তিমিরে সেই তিমিরেই থাকছে, মতামত আমির সোহেলের। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের চাহিদা অনুযায়ী খেলতে না পারাটা বেশ ভাবিয়ে তুলেছে তাঁকে। নির্বাচকদের সমালোচনা করে সোহেল বলেছেন,

'আমার মূল চিন্তার কারণ হলো আমাদের ক্রিকেটাররা চাহিদা অনুযায়ী খেলতে পারছে না। বর্তমানে অন্যান্য দল ৩৫০ এর কাছাক??ছি রান করছে খুব বেশি ঝুঁকি না নিয়ে। আমাদের সমস্যা হলো এই নির্বাচক কমিটি এখন পর্যন্ত বুঝতে পারেনি যে কিভাবে পাকিস্তান ৩০০ এর বেশি রান করতে পারবে কিংবা এর জন্য করণীয় কি।'
সাবেক এই পাকিস্তানি ক্রিকেটারের মতে নির্বাচকরা বর্তমানে স্লগার অর্থাৎ হার্ডহিটারদের প্রতি বেশি জোর দিচ্ছেন বিধায় উপযুক্ত ক্রিকেটার উঠে আসছে না। পাকিস্তান দলের উন্নতি সাধন করতে হলে এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন আমির সোহেল। তাঁর ভাষ্যমতে,
'দুর্ভাগ্যক্রমে আমরা স্লগারদের প্রতি বেশি জোর দিচ্ছি। আমরা মনে করছি স্লগাররা খেলা শেষ করতে পারবে। আসলে এটি সঠিক নয়, আমাদের ক্রিকেটারদের বাছাই করতে হবে এবং এরপর তাদের উন্নতি করাতে হবে যারা একটি নির্দিষ্ট মানের ক্রিকেট খেলতে সক্ষম। একই সাথে যারা ১০টি ইনিংসের মধ্যে ৭টিতে অন্তত খেলা শেষ করে আসতে পারে।'
উল্লেখ্য বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুটি ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩-২ এ সিরিজ হারের পর আরব আমিরাতের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ তে হোয়াটওয়াশ হয়েছিলো ১৯৯২ বিশ্বকাপ জয়ী দল। সুতরাং বিশ্বকাপের আগে নিজ দেশকে নিয়ে উৎকণ্ঠায় থাকতেই পারেন সাবেক বর্ষীয়ান ক্রিকেটার আমির সোহেল।