জয়ের দিনে শাস্তি পেলেন ভিরাট কোহলি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে গত ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক ভিরাট কোহলি।
আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী মোট ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাঁকে। প্রথমবারের মতো স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখোমুখি হলেন কোহলি।

শনিবার পাঞ্জাবের বিপক্ষে এই ম্যাচে কোহলিকে জরিমানা করেছিলেন ম্যাচ রেফারি প্রকাশ ভট্ট। স্লো ওভার রেটের কারণে কোহলির আগে জরিমানার কবলে পড়েছিলেন আজিঙ্কা রাহানে এবং রোহিত শর্মাও।
এরপর আবারও স্লো ওভার রেটের কারণে অভিযুক্ত হলে কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা করা হবে। একই সাথে পুরো দলকে মোট ৬ লাখ রুপি অথবা প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুনতে হবে।
একই ঘটনা তৃতীয়বার ঘটালে অধিনায়ককে ৩০ লাখ রুপি জরিমানা গুনতে হবে এবং পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে। পাশাপাশি একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ১২ লাখ রুপি অথবা ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা দিতে হবে।
উল্লেখ্য কোহলির শাস্তির দিনে এবারের আইপিএলে প্রথম জয় তুলে নিয়েছে তাঁর দল ব্যাঙ্গালুরু। তবে পাঞ্জাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারানোর পরও পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা।
৭ ম্যাচে ২ জয় নিয়ে ব্যাঙ্গালুরুর ঠিক ওপরে আছে রাজস্থান রয়্যালস। আর সমান সংখ্যক ম্যাচে ৬টি জয় পাওয়া চেন্নাই সুপার কিংস আছে সবার ওপরে। এবারের আইপিএলে নিজেদের প্রথম জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিন্তু জয়ের দিনে একটি দুঃসংবাদ শুনতে হয়েছে দলটিকে।