promotional_ad

ধোনির কাণ্ড নিয়ে মুখ খুললেন সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ডাগ আউট থেকে মাঠে ঢুকে আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে ক্রিকেট পাড়ায় সমালোচিত মহেন্দ্র সিং ধোনি। নিদাহাস ট্রফিতে মাঠে না ঢুকলেও ব্যাটসম্যানদের উঠে আসার নির্দেশ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা সাকিব জানিয়েছেন, মুহূর্তের উত্তেজনায় তাঁর মতো ধোনিও মেজাজ হারিয়েছে। 


গত নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারের নো বল বিতর্কে মেজাজ হারিয়েছিলেন সাকিব। যদিও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি আম্পায়ারের ভুলে সরাসরি মাঠে ঢুকে গিয়েছেন। সাকিব-ধোনি দুইজনেই একই পরিস্থিতির শিকার, জানিয়েছেন সাকিব।



promotional_ad

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের সাকিব বলেছেন, 'আমি নিদাহাস ট্রফিতে একই কাজ করেছিলাম। তাই এই ব্যাপারে কোনও মন্তব্য করতে পারছি না। এটি আসলে হিট অফ দ্যা মোমেন্টে হয়েছে।'


এই ঘটনা যে ধোনির ক্রিকেটীয় আবেগেরই প্রতিফলন সেটি মানছেন সাকিব। আর সেই কারণে তাঁর বক্তব্য, 'এটি প্রমাণ করেছে ক্রিকেটার হিসেবে আপনি কতটা আবেগী এবং দলের জয়ের জন্য কতটা উন্মুখ আপনি।'


এর আগে সাকিবের পাশাপাশি ধোনির সমর্থনে কথা বলেছিলেন দিল্লি ক্যাপিটালসের পরামর্শক এবং সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। একজন মানুষ হিসেবে ধোনির ভুল করাটাকে বড় করে দেখতে চাননি তিনি। তাই বলেছিলেন, 'প্রত্যেকেই মানুষ, ধোনির প্রতিযোগিতামূলক মনোভাব আসলেই অসাধারণ।'



উল্লেখ্য রাজস্থান এবং চেন্নাইয়ের মধ্যকার ম্যাচটিতে জয়ের জন্য যখন চেন্নাইয়ের যখন তিন বলে আট রান প্রয়োজন তখন নো বল দেন রাজস্থানের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।


এরপর ভারতীয় আম্পায়ার উলহাস গান্ধে বলটিকে নো দিলেও আরেক আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড সেখানে ভিন্নমত পোষণ করেন। তখনই নিয়ম ভেঙ্গে মাঠে আসেন ধোনি এবং আম্পায়ারের সাথে তর্কে লিপ্ত হন। এই ঘটনার পর ধোনিকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball