promotional_ad

সুপার লীগ পর্বের সূচি প্রকাশ

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সুপার লীগ পর্বের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সূচি অনুসারে আগামী ১৫ই এপ্রিল সুপার লীগ পর্বের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। এদিন মোট তিনটি খেলা মাঠে গড়াবে ভিন্ন তিন ভেন্যুতে।


যেখানে বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় খেলায় প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।


ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে। আর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। 


সুপার লীগের প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডেও অনুষ্ঠিত হবে তিনটি করে ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে আগামী ১৭ই এপ্রিল ফতুল্লাতে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি।



promotional_ad

অপরদিকে শের-ই বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলবে প্রাইম দোলেশ্বর এবং বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনীর প্রতিপক্ষ থাকবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান।এরপর তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচে আগামী ১৯শে এপ্রিল রুপগঞ্জের বিপক্ষে খেলবে প্রাইম দোলেশ্বর।


বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। যেখানে দিনের দ্বিতীয় খেলায় শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক এবং আবাহনী। আর তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লাতে। যেখানে খেলবে শেখ জামাল এবং মোহামেডান।


এদিকে ডিপিএলের রেলিগেশন লীগে খেলবে তিনটি দল ব্রাদার্স ইউনিয়ন, উত্তরা স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপি। আগামী ১৬ই এপ্রিল বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্সের বিপক্ষে রেলিগেশন লীগের প্রথম ম্যাচ খেলবে উত্তরা। এরপর ১৮ তারিখ একই মাঠে বিকেএসপির মুখোমুখি হবে তারা। 


ডিপিএলের সুপার লীগ পর্বের সূচিঃ


প্রথম রাউন্ড



তারিখ দল ভেন্যু
১৫ই এপ্রিল লিজেন্ডস অফ রুপগঞ্জ বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব  বিকেএসপি-৩
১৫ই এপ্রিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব  খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম, ফতুল্লা 
১৫ই এপ্রিল আবাহনী লিমিটেড বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব  শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৬ই এপ্রিল রিজার্ভ ডে  

দ্বিতীয় রাউন্ড  


তারিখ দল ভেন্যু
১৭ই এপ্রিল লিজেন্ডস অফ রুপগঞ্জ বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম, ফতুল্লা
১৭ই এপ্রিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৭ই এপ্রিল আবাহনী লিমিটেড বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব   বিকেএসপি-৩
১৮ই এপ্রিল রিজার্ভ ডে  

তৃতীয় রাউন্ড  


তারিখ দল ভেন্যু
১৯শে এপ্রিল লিজেন্ডস অফ রুপগঞ্জ বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব  বিকেএসপি-৩
১৯শে এপ্রিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম আবাহনী লিমিটেড  শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৯শে এপ্রিল শেখ জামাল ধানমন্ডি বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব  খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম, ফতুল্লা
২০শে এপ্রিল রিজার্ভ ডে  

রেলিগেশন লীগঃ


ক্রমিক দলের নাম
ব্রাদার্স ইউনিয়ন 
বিকেএসপি
উত্তরা স্পোর্টিং ক্লাব 

 


তারিখ দলের নাম  ভেন্যু
১৬ই এপ্রিল ব্রাদার্স ইউনিয়ন বনাম উত্তরা স্পোর্টিং ক্লাব বিকেএসপি-৪
১৮ই এপ্রিল  বিকেএসপি বনাম উত্তরা স্পোর্টিং ক্লাব  বিকেএসপি-৪


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball