আগেও মেজাজ হারিয়েছিলেন ক্যাপ্টেন 'কুল'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সর্বদা ঠান্ডা মেজাজের অধিকারী হিসেবে ক্রিকেট বিশ্বে পরিচিত ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাঁকেও মেজাজ হারিয়ে বিতর্কে লিপ্ত হতে দেখা গিয়েছে চলমান আইপিএলে।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচটিতে মাঠে প্রবেশ করে আম্পায়ারদের সাথে তর্কে লিপ্ত হওয়ার পর থেকে চেন্নাই দলপতির মুন্ডুপাত করছেন সাবেক ক্রিকেটারদের থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকেরাও। তবে ধোনির এই মেজাজ হারানোর ঘটনা এবারই প্রথম নয়। 'ক্যাপ্টেন কুলের' মেজাজ হারানোর কয়েকটি ঘটনা নিয়েই এই প্রতিবেদনঃ
২০১২ অস্ট্রেলিয়ার বিপক্ষেঃ ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বোলিংয়ে ছিলেন সুরেশ রায়না। সেই ওভারে অজি ব্যাটসম্যান মাইক হাসিকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন উইকেটরক্ষক ধোনি।

এরপর তৃতীয় আম্পায়ার আউট দেয়ার পর সাজঘরের পথে হাঁটা দেন হাসি। কিন্তু অন ফিল্ড আম্পায়ার বিলি বাওডেন তাঁকে ফিরিয়ে আনেন। সেসময় আম্পায়ারের সাথে তর্কে লিপ্ত হন ধোনি। পরবর্তীতে বিলি জানিয়েছিলেন তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত পরিবর্তন করাতে হাসিকে নট আউট দেয়া হয়েছে।
২০১৫, বাংলাদেশের বিপক্ষেঃ বাংলাদেশের বিপক্ষেও বিতর্ক সৃষ্টি করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৫ সালে টাইগারদের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ে ছিলেন ভারতীয় অধিনায়ক। সেসময় মুস্তাফিজুর রহমানের করা ওভারে রান নেয়ার সময় ভুলক্রমে বোলার সামনে চলে আসায় মেজাজ হারান ধোনি।
২০১৭, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টুয়েন্টিঃ ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচে বোলিং করছিলেন স্পিনার কুলদীপ যাদব। সেসময় ফিল্ডিং পরিবর্তন করার জন্য অধিনায়ক ধোনিকে কয়েকবার অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে কুলদীপকে ধমক দিয়েছিলেন ধোনি। আর সেটি ধরা পড়েছিলো স্ট্যাম্প মাইকে।
২০১৮ এশিয়া কাপঃ গত বছরের এশিয়া কাপেও মেজাজ হারিয়েছিলেন ধোনি। এবারও বোলিংয়ে ছিলেন কুলদীপ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে ফিল্ডার পরিবর্তন করার জন্য ধোনিকে বলেছিলেন তিনি।
যথারীতি এবারও বিরক্ত হন ভারতীয় দলপতি এবং জানান যে ফিল্ডার সাজানো আছে তাতেই বোলিং করতে হবে কুলদীপকে। তানাহলে অন্য বোলার আনার কথা বলেন তিনি। এই বক্তব্যের পুরোটাই শোনা গিয়েছিলো স্ট্যাম্প মাইকে।
২০১৮ আইপিএলঃ গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরে রাজস্থানের বিপক্ষে ম্যাচে বোলারদের ধমকাতে দেখা গিয়েছিলো চেন্নাই দলপতি ধোনিকে। বোলারদের ওপর হতাশা প্রকাশ করতে গিয়েই এমন করেছিলেন তিনি।