রকিবুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন জহুরুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাট হাতে এবারের ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসরে দারুণ ছন্দে আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক রকিবুল হাসান। টুর্নামেন্টের প্রথম পর্ব শেষে ১১ ম্যাচে ৬০.৫৫ গড়ে ৫৪৫ রান সংগ্রহ করেছেন তিনি।
একই সাথে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষেও উঠে এসেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। রকিবুলের থেকে মাত্র ১৪ রান কম নিয়ে দ্বিতীয়তে অবস্থান আবাহনীর ব্যাটসম্যান জহুরুল ইসলামের।

এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬৬.৩৭ গড়ে ৫৩১ রান করেছেন ৩২ বছর বয়সী ডানহাতি জহুরুল। তাঁর রয়েছে ২টি সেঞ্চুরি এবং সমান সংখ্যক হাফসেঞ্চুরি। অপরদিকে রকিবুল হাঁকিয়েছেন ১টি সেঞ্চুরি এবং ৫টি হাফসেঞ্চুরি।
শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় দারুণ প্রতিযোগিতা করছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক আনামুল হক বিজয়, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের সাইফ হাসান এবং প্রাইম ব্যাংকের অভিমন্যু এসওয়ারান।
বিজয় এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৫১.১০ গড়ে মোট ৫১১ রান সংগ্রহ করেছেন। প্রথম পর্ব শেষে তাঁর অবস্থান তৃতীয়তে। টুর্নামেন্টে এরই মধ্যে ৩টি সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
চতুর্থতে থাকা তরুণ ব্যাটসম্যান সাইফ ১১টি ম্যাচ খেলে ৫০৬ রান নিয়ে বিজয়ের ঘাড়ে নিশ্বাস ফেলছেন। তাঁর ব্যাটিং গড় ৫৬.২২ এবং ২টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরির মালিক তিনি।
প্রাইম ব্যাংকের ভারতীয় রিক্রুট এসওয়ারানও খেলেছেন দারুণ। ৭ ম্যাচে ৭০.৮৫ গড়ে ৪৯৬ রান নিয়ে সাইফের বেশ কাছে অবস্থান করছেন তিনি। হাঁকিয়েছেন ১টি সেঞ্চুরি এবং ৩টি হাফসেঞ্চুরি।