শীর্ষ পাঁচে নেই জাতীয় দলের কোনো বোলার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) প্রথম পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকার সেরা পাঁচে নেই কোনও জাতীয় দলের ক্রিকেটার। ১১ ম্যাচে ২৭ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারি প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ফরহাদ রেজা। ৪.৭৩ ইকোনমিতে বোলিং করা এই পেসারের গড় ১৬.৫৯।
রেজার পর শীর্ষ পাঁচের তালিকায় দ্বিতীয়তে অবস্থান খেলাঘর সমাজ কল্যাণ সমিতির তরুণ পেসার রবিউল হকের। ১৯ বছর বয়সী এই ডানহাতি ১১ ম্যাচে ৪.৭৯ ইকোনমিতে ২২ উইকেট নিয়েছেন।তাঁর বোলিংয়ের গড় ২২.৭২।

বিকেএসপির ১৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার হাসান মুরাদও গত পর্বে দারুণ পারফর্ম করেছেন বল হাতে। দল আশানুরূপ সাফল্য না পেলেও মোট ১১ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন তিনি। তৃতীয়তে থাকা এই স্পিনারের বোলিং ইকোনমি রেট ৩.৬৬ এবং গড় ১৯.০৫।
তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানদুটি দখলে রেখেছেন যথাক্রমে দেলোয়ার হোসেন এবং কামরুল ইসলাম রাব্বি। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ডানহাতি পেসার দেলোয়ার ১০ ম্যাচে শিকার করেছেন মোট ১৯টি উইকেট। যেখানে তাঁর ইকোনমি রেট ৪.৬৬। ১৪.৮৯ গড়ে বোলিং করেছেন এই ৩৪ বছর বয়সী বোলার।
বল হাতে ভালো ফর্মে ছিলেন গাজি গ্রুপ ক্রিকেটার্সের পেসার কামরুল ইসলাম রাব্বিও। ৫.১৭ ইকোনমিতে বোলিং করা রাব্বি ১১ ম্যাচে তুলে নিয়েছেন ১৭টি উইকেট। যেখানে ২৭ বছর বয়সী এই ডানহাতির গড়ের পরিমাণ ২৮.২৩।