শীর্ষে রুপগঞ্জ, রেলিগেশন লীগে ব্রাদার্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) নিজেদের সর্বশেষ ম্যাচে আবাহনী লিমিটেডকে ৬ উইকেটে হারিয়েছিল নাঈম ইসলামের লিজেন্ডস অফ রুপগঞ্জ। আর এর ফলে শীর্ষ অবস্থানে থেকে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা শেষ করেছে তারা। ১১টি ম্যাচের মধ্যে ১০টিতেই জয়ের দেখা পেয়েছে তারা। তাদের মোট পয়েন্টের পরিমাণ ২০।
অপরদিকে নবম রাউন্ড পর্যন্ত টেবিলের শীর্ষে থাকা আবাহনী টানা দুই ম্যাচে হেরে নেমে গিয়েছে তিন নম্বরে। রুপগঞ্জের বিপক্ষে ম্যাচের আগে শেখ জামালের বিপক্ষে ৩ উইকেটে পরাজিত হয়েছিল তারা। প্রথম পর্ব শেষে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৬তে।

এদিকে গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে গত ম্যাচে ৩৪ রানের জয় দিয়ে দ্বিতীয়তে উঠে এসেছে আনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক। আবাহনীর সাথে তাদের পয়েন্ট সমান ১৬ হলেও মুখোমুখি লড়াইয়ে আবাহনীর থেকে এগিয়ে থাকায় দ্বিতীয়তে অবস্থান তাদের।
একই ঘটনা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্ষেত্রে। এই দুই দলের পয়েন্ট ১২ হলেও মুখোমুখি লড়াইয়ের দিক থেকে এগিয়ে আছে ফরহাদ রেজার দোলেশ্বর বিধায় চতুর্থতে আছে তারা। আর নুরুল হাসান সোহানের শেখ জামাল আছে পঞ্চমে।
এরই মধ্যে প্রথম পর্ব শেষে টুর্নামেন্টের সুপার লীগের দলগুলো চূড়ান্ত হয়ে গিয়েছে। ষষ্ঠ দল হিসেবে গত ম্যাচে বিকেএসপিকে ১ উইকেটে হারিয়ে জায়গা নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
তবে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা তিনটি দল ব্রাদার্স ইউনিয়ন, বিকেএসপি এবং উত্তরা স্পোর্টিং ক্লাবকে রেলিগেশন লীগে অংশ নিতে হবে। রেলিগেশন লীগের পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা দল আগামী মৌসুমে লীগ খেলা নিশ্চিত করবে। বাকি দুটি দল প্রথম বিভাগে নেমে যাবে।
ডিপিএলের পয়েন্ট টেবিলঃ
দল | ম্যাচ সংখ্যা | জয় সংখ্যা | পরাজয় সংখ্যা | নেট রান রেট | পয়েন্ট |
লিজেন্ডস অফ রূপগঞ্জ | ১১ | ১০ | ১ | ০.৬৪৮ | ২০ |
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব | ১১ | ৮ | ৩ | ০.৫০২ | ১৬ |
আবাহনী লিমিটেড | ১১ | ৮ | ৩ | ০.৬১২ | ১৬ |
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব | ১১ | ৭ | ৪ | ০.১৬৩ | ১৪ |
শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ১১ | ৬ | ৫ | -০.০৫৭ | ১২ |
মোহামেডান স্পোর্টিং ক্লাব | ১১ | ৬ | ৫ | ০.২৯৯ | ১২ |
শাইনপুকুর ক্রিকেট ক্লাব | ১১ | ৫ | ৫ | ০.২৪৮ | ১১ |
গাজি গ্রুপ ক্রিকেটার্স | ১১ | ৫ | ৬ | -০.০৭৪ | ১০ |
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি | ১১ | ৩ | ৮ | -০.৩৯১ | ৬ |
ব্রাদার্স ইউনিয়ন | ১১ | ৩ | ৮ | -০.০৯৮ | ৬ |
বিকেএসপি | ১১ | ২ | ৮ | -০.৬৬৬ | ৫ |
উত্তরা স্পোর্টিং ক্লাব | ১১ | ২ | ৯ | -১.০৫৮ | ৪ |