promotional_ad

বাটলারও ধোনির বিপক্ষে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে নিজের মতামত দিয়েছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। 


আইপিএলের মতো টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই থাকে উত্তেজনাপূর্ণ। তবে যত উত্তেজনাপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণ হোক না কেন এভাবে খেলা চলাকালীন সময়ে মাঠে প্রবেশ করাটা সমীচীন হিসেবে দেখছেন না বাটলার। বৃহস্পতিবারের ম্যাচটি শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 



promotional_ad

'আমি নিশ্চিত নই যে এই ব্যাপারটি ঠিক হয়েছে কিনা। অবশ্যই আইপিএলে প্রতিটি রানই গুরুত্বপূর্ণ এবং অনেক উত্তেজনা থাকে, তবে মাঠে এভাবে চলে আসাটা হয়তো সঠিক নয়। অবশ্যই এটা বিতর্কিত ব্যাপার।'


অবশ্য এই ঘটনার সময় বাউন্ডারি লাইনে থাকার সময় পুরো ব্যাপারটি সেভাবে দেখার সুযোগ হয়নি বাটলারের। আর সেই কারণে বেশি কিছু বলতে পারেননি তিনি। জানিয়েছেন, 'আমি বাউন্ডারির কাছে ছিলাম, সুতরাং আমি আসলে জানি না সঠিকভাবে কি হয়েছিল।'


এদিকে  সর্বদা ঠান্ডা মেজাজের অধিকারী ধোনির এরূপ কান্ডে সাবেক ক্রিকেটাররাও বেশ অবাক হয়েছেন। ঘটনার পর পরই টুইট বার্তায় সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া লিখেছিলেন, 'তাঁর (ধোনির) এমন করা ঠিক হয়নি। তাঁকে জরিমানা কিংবা তিরস্কার করা উচিৎ। নিয়ম সবার জন্যই এক।' 



আকাশ ছাড়াও সাবেক ইংলিশ দলপতি মাইকেল ভনও টুইট করেছিলেন ধোনিকে সমালোচনা করে। তিনি লিখেছেন, 'একজন অধিনায়ক হিসেবে আপনাকে আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান করতেই হবে। ভয়ানক একটি উদাহরণ তৈরি হলো।' 


উল্লেখ্য রাজস্থানের বিপক্ষে আইপিএলের গত ম্যাচে যখন জয়ের জন্য ৩ বলে ৮ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের তখন একটি বল নো দিয়েছিলেন অন ফিল্ড আম্পায়ার উলহাস গান্ধে। এরপর লেগ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড এসে সিদ্ধান্ত পরিবর্তন করার কথা বললে তর্কাতর্কি হয় রবীন্দ্র জাদেজার সাথে। এরপরেই মাঠে নেমে পড়েন অধিনায়ক ধোনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball