promotional_ad

ধোনির ব্যাপারে মুখ খুললেন ফ্লেমিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে নিয়ম ভেঙ্গে মাঠে প্রবেশ করা এবং আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করার পর ক্রিকেট বিশ্ব যখন ধোনির সমালোচনায় লিপ্ত তখন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন আম্পায়ারদের সিদ্ধান্তের স্বচ্ছতা যাচাই করতে মাঠে গিয়েছিলেন ধোনি।  


রাজস্থানের বিপক্ষে গত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে চেন্নাই কোচ জানিয়েছেন ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে নো বলের সিদ্ধান্ত বাতিল করাটা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি চেন্নাই অধিনায়ক ধোনি। আর সেই কারণে পরিষ্কার ব্যাখ্যা জানতে নিয়ম ভেঙ্গে মাঠে এসেছিলেন তিনি।  



promotional_ad

'আমরা দেখেছি যে একটি নো বল কল করা হয়েছিল এবং এরপর আম্পায়ারদের মধ্যে একটি দ্বিধা সৃষ্টি হয়েছিল যে সেটি আসলেই নো হয়েছে কিনা। সুতরাং এমএস মাঠেপ্রবেশ করেছিল আম্পায়ারদের সাথে এই ব্যাপারটি আলোচনা করতে। আসলে সে শুধুমাত্র ভুল এবং সঠিক যাচাই করার জন্য গিয়েছিল। আমি নিশ্চিত যে এটি নিয়ে পরবর্তীতে আলোচনা হয়েছে। আম্পায়ারদের মধ্যেও এটি নিয়ে আলোচনা হবে এবং আমি আপনাদের মতোই একজন দর্শক এক্ষেত্রে', বলেছেন ফ্লেমিং।


ধোনির এই আচরণ যে স্বাভাবিক নয় সেটি অবশ্য মানছেন ফ্লেমিং নিজেও। আর এর জন্য তাঁকে দীর্ঘদিন প্রশ্নের মুখোমুখি হতে হবে সেটাও অজানা নয় তাঁর। চেন্নাইয়ের এই কিউই কোচের ভাষায়, 


'সিদ্ধান্তটি পরিবর্তন করা হল কেন সেটি নিয়ে সে অবশ্যই বেশ ক্ষিপ্ত ছিল। সুতরাং এখানে স্বচ্ছতার অভাব ছিল অবশ্যই। সে (ধোনি) ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এই ব্যাপারটির পরিষ্কার ব্যাখ্যা জানতে মাঠে গিয়েছিল। এটি স্বাভাবিক নয়, তবে সে যথেষ্ট বিচক্ষণ। এর জন্য তাঁকে নিশ্চিতভাবেই দীর্ঘদিন ধরে প্রশ্নের সম্মুখীন হতে হবে।'



উল্লেখ্য আইপিএলের গত ম্যাচে রাজস্থান রয়্যালসের ছুঁড়ে দেয়া ১৫২ রানের লক্ষ্য টপকাতে চেন্নাইয়ের যখন তিন বলে আট রান প্রয়োজন তখন নো বল দেন রাজস্থানের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।


এরপর ভারতীয় আম্পায়ার উলহাস গান্ধে বলটিকে নো দিলেও আরেক আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড সেখানে ভিন্নমত পোষণ করেন। তখনই নিয়ম ভেঙ্গে মাঠে আসেন ধোনি এবং আম্পায়ারের সাথে তর্কে লিপ্ত হন। এই ঘটনার পর ধোনিকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball