নিয়ম সবার জন্য সমানঃ আকাশ চোপড়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোনও ক্রিকেটারই নিয়মের ঊর্ধ্বে নয়, মতামত সাবেক ভারতীয় ক্রিকেটার এবং জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার। রাজস্থান রয়্যালসের বিপক্ষে গত ম্যাচে আম্পায়ারের সাথে তর্কে লিপ্ত হয়ে বেশ সমালোচিত হয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
আর এই ঘটনার পর একটি টুইট বার্তায় আকাশ চোপড়া জানিয়েছেন যত বড় ক্রিকেটারই হোক, নিয়ম সকলের জন্যই সমান। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি বার্তায় আকাশ চোপড়া লিখেছেন, 'তাঁর (ধোনির) এমন করা ঠিক হয়নি। তাঁকে জরিমানা কিংবা তিরস্কার করা উচিৎ। নিয়ম সবার জন্যই এক।'

He isn’t allowed either. Should be fined/reprimanded. Rules are same for everyone. https://t.co/D53tUFNIfI
— Aakash Chopra (@cricketaakash) April 12, 2019
তবে ধোনির শাস্তি দাবি করলেও ম্যাচটিতে যে যথেষ্ট বাজে আম্পায়ারিং হয়েছিল তা স্বীকার করেছেন আকাশ। এক্ষেত্রে পুরোপুরি একমত প্রকাশ করে তিনি লিখেছেন, 'এটি অনেক বাজে আম্পায়ারিং ছিল। আমি এতে পুরোপুরি একমত। আম্পায়ার যদি মনে করেন, তিনি কোনো ভুল সিদ্ধান্ত দিয়েছেন, তাহলে তিনি তাঁর সিদ্ধান্ত বদলাতে পারেন, এটি ক্রিকেটের নিয়মেই আছে।'
It was poor umpiring. Totally agree. But guess what...it’s within the laws of the game for an umpire to revoke his decision if he feels he’s made a mistake. https://t.co/LO23U6cQbd
উল্লেখ্য রাজস্থানের বিপক্ষে গত ম্যাচে নিয়ম ভেঙ্গে মাঠে প্রবেশ করে আম্পায়ারদের সাথে তর্কে লিপ্ত হওয়ার ঘটনায় এরই মধ্যে চেন্নাই অধিনায়ক ধোনিকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।