শাস্তির মুখে ধোনি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিয়ম ভেঙ্গে মাঠে প্রবেশ করে আম্পায়ারের সাথে তর্কে লিপ্ত হওয়ার কারণে শাস্তির সম্মুখীন হয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গত ম্যাচে বিতর্কিত কান্ড ঘটানোর দরুন ধোনিকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ এরই মধ্যে নিশ্চিত করেছে বিষয়টি। তারা জানিয়েছে,

'জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এম এস ধোনি ভিভো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করায় তাঁকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। ধোনি এরই মধ্যে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।'
ঘটনার সূত্রপাত হয়েছিল ইনিংসের শেষ ওভারটিতে। সেসময় রাজস্থানের ছুঁড়ে দেয়া ১৫২ রানের লক্ষ্য টপকাতে চেন্নাইয়ের যখন তিন বলে আট রান প্রয়োজন তখন নো বল করে বসেন রাজস্থানের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
এরপর ভারতীয় আম্পায়ার উলহাস গান্ধে বলটিকে নো দিলেও আরেক আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড সেখানে ভিন্নমত পোষণ করেন। তখনই নিয়ম ভেঙ্গে মাঠে আসেন ধোনি এবং আম্পায়ারের সাথে তর্কে লিপ্ত হন।