এটি ভয়ানক একটি উদাহরণঃ ভন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজস্থান রয়্যালসের বিপক্ষে গত ম্যাচে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটের জয় পেলেও সবকিছু ছাপিয়ে উঠে এসেছে খেলা চলাকালীন সময়ে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেজাজ হারিয়ে মাঠে প্রবেশের ঘটনাটি।
সর্বদা ঠান্ডা মেজাজের অধিকারী হিসেবে পরিচিত ধোনির এহেন আচরণে সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইট বার্তায় তিনি জানিয়েছেন একজন অধিনায়ক হিসেবে আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান করা উচিৎ ছিল ধোনির। ভন লিখেছেন,

'শুধু শুধু বাজে টুইট করার মানে নেই......একজন অধিনায়ক হিসেবে আপনাকে আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান করতেই হবে......ভয়ানক একটি উদাহরণ তৈরি হলো।'
Don’t tweet utter Rubbish ... As a Captain you have to respect the Umpires decision ... it was a terrible example to set ... https://t.co/A2aICbhOwb
— Michael Vaughan (@MichaelVaughan) April 12, 2019
রাজস্থান রয়্যালসের বিপক্ষে এই ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৮ রান। সেই ওভারটি করতে এসেছিলেন রাজস্থানের অলরাউন্ডার বেন স্টোকস। সেই ওভারের তৃতীয় বলে ফিরে যান ধোনি।
ফেরার আগে ৪৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপরে তিন বলে আট রান লাগতো চেন্নাইয়ের। পরবর্তীতে স্টোকসের করা বলটি নো ঘোষণা করেন ভারতীয় আম্পায়ার উলহাস গান্ধে।
অজি লেগ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড সেখানে ভিন্নমত পোষণ করলে উইকেটে থাকা রবীন্দ্র জাদেজার সঙ্গে তর্কে জড়িয়ে যান দুই আম্পায়ার। এরপরে মাঠের বাইরে থেকে ছুটে আসেন ধোনি। দুই আম্পায়ারসহ বোলার বেন স্টোকসের সঙ্গে উত্তপ্ত মেজাজে কথা বলতে দেখা যায় তাঁকে।