রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে হারাল চেন্নাই

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে টান টান উত্তেজনার ম্যাচে রাজস্থান রয়্যালসকে চার উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। সাত ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল ধোনির চেন্নাই।
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান চেন্নাই ওপেনার শেন ওয়াটসন (০)। দলীয় ২৪ রানের মধ্যে আরও ফিরে যান ফাফ ডু প্লেসিস (৭), সুরেশ রায়না (৪) এবং কেদার যাদবও (১)।
এরপরে হাল ধরেন আম্বাতি রায়ুডু এবং মহেন্দ্র সিং ধোনি। দুজনে মিলে গড়েন ৯৫ রানের জুটি। ৪৭ বলে দুইটি চার ও তিনটি ছক্কায় ৫৭ রান করে স্টোকসের বলে ফিরে যান রায়ুডু।

ম্যাচ জিততে তখনও ১৪ বলে ৩৩ রানের প্রয়োজন ছিল চেন্নাইয়ের। এরপরে বেন স্টোকসের শেষ ওভারে ১৮ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। সেই ওভারের তৃতীয় বলে ধোনিকে বোল্ড করে ফেরান স্টোকস।
ধোনির ব্যাট থেকে আসে দুইটি চার ও তিনটি ছয়ে ৪৩ বলে ৫৮ রান। পরে শেষ বলে ছক্কা মেরে দল জিতিয়েছেন মিচেল সান্টনার।
এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫১ রান করে রাজস্থান রয়্যালস। দলের হয়ে এদিনে কেউ বড় রান না করলেও সম্মিলিত প্রচেষ্টায় বড় রান করে রাজস্থান।
বেন স্টোকসের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২৮ রান। জশ বাটলার করেন ১০ বলে ২৩ রান। শেষদিকে সাত বলে ১৯ রান করেন শ্রেয়াশ গোপাল।
চেন্নাইয়ের হয়ে দীপক চাহার, শারদুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট লাভ করেছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
রাজস্থান রয়্যালসঃ- ১৫১/৭ (২০ ওভার)
(স্টোকস ২৮, বাটলার ২৩; জাদেজা ২/২০)
চেন্নাই সুপার কিংসঃ- ১৫৫/৬ (২০ ওভার)
(ধোনি ৫৮, রায়ুডু ৫৭; স্টোকস ২/৩৯)