promotional_ad

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখতে মুখিয়ে আছে ইংলিশ সমর্থকরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ দেখতে মুখিয়ে আছেন ইংলিশ সমর্থকরা। কার্ডিফে অনুষ্ঠিতব্য ম্যাচটি বেশ গুরুত্ব পাচ্ছে ইংলিশদের কাছে, জানিয়েছেন কাউন্টি ক্লাব গ্ল্যামরগনের প্রধান নির্বাহী হিউ মরিস।


২০১১ এবং ২০১৫ পরপর দুই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পরাজিত হয়েছিল ইংল্যান্ড। তাই আসন্ন বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি স্বভাবতই গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের কাছে। ম্যাচটি নিয়ে দেশটির ক্রিকেট সমর্থকদেরও আগ্রহের কমতি নেই।


promotional_ad

গ্ল্যামরগনের প্রধান নির্বাহী হিউ মরিসের ভাষায়, 'আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এখানে খেলবে ইংল্যান্ড, যেটা আমাদের জন্য অনেক বড় একটি ম্যাচ।'


তবে সব মিলিয়ে দারুণ একটি গ্রীষ্মের মৌসুম অপেক্ষা করছে ওয়েলসের ক্রিকেট সমর্থকদের জন্য। এবারের বিশ্বকাপে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে সোফিয়া গার্ডেন্সে। যেখানে দুইটি ম্যাচ খেলবে আফগানিস্তান। 


ক্রিকেট বিশ্বের নতুন পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করছে আফগানরা, নিজস্ব ক্রিকেট খেলছে তারা। প্রথমবারের মতো আফগানিস্তানের ম্যাচগুলো উপভোগ করতেও মুখিয়ে আছে ওয়েলসের ক্রিকেট প্রেমীরা। মরিসের ভাষায়, 


'ওয়েলসে অন্যান্য দলের খেলার জন্যও আমরা রোমাঞ্চিত। যেমন আফগানিস্তান, যারা ওয়েলসে তাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে আসছে প্রথমবারের মতো। দারুণ একটি গ্রীষ্ম অপেক্ষা করছে। তাই আপনারা টিকিট নিশ্চিত করবেন এবং খেলাটি দেখার সুযোগ হারাবেন না আশা করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball