প্লে-অফের দ্বারপ্রান্তে চেন্নাই, অস্বস্তিতে রাজস্থান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
একদিকে চেন্নাই সুপার কিংস রয়েছে ফর্মের তুঙ্গে অন্যদিকে রাজস্থান রয়্যালের শিবিরে আত্মবিশ্বাসের ঘাটতি। টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। আর রাজস্থানের পিঠ ঠেকে গিয়েছে দেয়ালে। এসব সমীকরণ মাথায় নিয়েই বৃহস্পতিবার ঘরের মাঠে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামছে আজিঙ্কা রাহানের দল।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচের ৫টিতে জিতেছে চেন্নাই। অন্যদিকে উল্টো চিত্র রাজস্থান রয়্যালসের। মাত্র ১টি ম্যাচে হাসি নিয়ে মাঠ ছেঁড়েছে দলটি।
তাই চেন্নাইয়ের চেয়ে রাজস্থানের কাছে এই ম্যাচের গুরুত্ব সবচেয়ে বেশী। প্লে-অফ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে তাঁদের। এমন কঠিন সমীকরণ মাথায় নিয়েই ঘরের মাঠে চেন্নাই বধের মিশনে নামবে দলটি।

অন্যদিকে টেবিলের শীর্ষে থাকা চেন্নাই এই ম্যাচেও নিজেদের ফর্ম ধরে রাখতে চাইবে। যদিও দলের মিডেল অর্ডার ব্যাটসম্যানদের ফর্ম এখনও চিন্তায় রেখেছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
কিন্তু বোলাররা আছেন দারুণ ছন্দে। হরভজন সিং, ইমরান তাহির এবং দীপক চাহারের হাত ধরে প্রত্যেক ম্যাচেই বল হাতে উড়ন্ত সূচনা পাচ্ছে তিন বারের চ্যাম্পিয়নরা। অবশ্য জয়ের ধারা বজায় রাখতে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামতে চাইবেন অধিনায়ক ধোনি।
রাজস্থানে বেন স্টোকস, জস বাটলার, স্টিভ স্মিথ এবং জোফরা আর্চারের মত বিদেশী ক্রিকেটার থাকলেও দল হিসেবে পারফর্ম করতে পারছেন রাজস্থান। যে কারণে চেন্নাইয়ের বিপক্ষে বেঞ্চে বসতে পারেন অলরাউন্ডার আর্চার। সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে অজি অলরাউন্ডার অ্যাস্টন টার্নারকে।
এবারের আসরে এই নিয়ে দ্বিতীয় বারের মত মুখোমুখি হতে যাচ্ছে দুদল। প্রথম বারের দেখায় রাজস্থানের বিপক্ষে ৮ রানের জয় তুলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশঃ আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, প্রশান্ত চোপড়া, বেন স্টোকস, মহিপাল লরমর, শ্রেয়াস গোপাল, জোফরা আর্চার/ অ্যাস্টন টার্নার, বরুণ অরুন, কৃষ্ণাপ্পা গৌতম, এস মিঠুন, ধাওয়াল কুলকার্নি।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশঃ শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাথি রাইয়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, দীপক চাহার, স্কট কুজ্ঞেলিন, ইমরান তাহির