পুরনো ইনজুরি মাথা চাড়া দিয়ে উঠেছে গেইলের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি আইপিএলে ফের ইনজুরিতে পড়েছেন ক্যারিবিয়ান হার্ড হিটার এবং কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার ক্রিস গেইল। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে পিঠে চোট পেয়েছেন এই হার্ডহিটার।
মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ হাতে ঝড় তুলে ৭টি ছক্কা হাঁকানোর পাশাপাশি ৩৬ বলে ৬৩ রান করে সাজঘরে ফিরে যান গেইল। খানিকপর টেলিভিশন ক্যামেরা??? ফিজিওর অধীনে পিঠের চিকিৎসা নিতে দেখা যায় তাঁকে।

এরপর আবার ফিল্ডিংয়েও মাঠে নামেননি তিনি। পরবর্তীতে ম্যাচ শেষে পাঞ্জাবের ব্যাটিং কোচ শ্রীধরণ শ্রীরাম জানান, ব্যাটিংয়ের সময়ে পিঠে আঘাত পেয়েছেন গেইল। তাঁর ভাষায়,
'ব্যাটিংয়ের সময়ে পিঠে আঘাত পেয়েছিল সে। বর্তমানে সে ফিজিওর পর্যবেক্ষণে রয়েছেন। ক্রিজে থাকাকালীনই ব্যাথা অনুভব করছিল গেইল। আগামী কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।'
চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বারের মত ইনজুরিতে পড়লেন গেইল। এর আগে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে একই ইনজুরির কারণে খেলতে পারেন নি তিনি।
সেই ম্যাচে অবশ্য তাঁর বদলে সুযোগ পেয়ে হ্যাট্রিক তুলে নিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। এখন পর্যন্ত ৭ ম্যাচের ৪টিতে জিতে টেবিলের চতুর্থ স্থানে আছে রবিচন্দ্র অশ্বিনের দল।