বিগ ব্যাশ থেকে নাইট রাইডার্সে ম্যাট কেলি

ছবি: ছবিঃ সংগৃহীত

| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার পেসার ম্যাট কেলিকে চলতি আইপিএলের জন্য দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার এনরিচ নরজের বদলি হিসেবে তাঁকে দলে ভিড়িয়েছে দীনেশ কার্তিকের দল।
২৪ বছর বয়সী ম্যাট কেলি বিগ ব্যাশে পার্থ স্কোরচার্সের প্রতিনিধিত্ব করে থাকেন। এখন পর্যন্ত ১৬টি প্রথম শ্রেণীর ম্যাচ, ৫টি লিস্ট 'এ' ম্যাচ এবং ১২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

আইপিএলের শুরুতে ইনজুরির কারণে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার নরজে। শুধু তিনিই নন, দলের আরও দুই দেশী পেসার কমলেশ নাগারকোটি এবং শিভাম মাভিও চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আসর শুরুর আগেই।
তাঁদের বদলি হিসেবে কেসি কারিয়াপ্পা এবং সন্দিপ ওয়ারিয়ার যোগ দিয়েছিলেন কলকাতা শিবিরে। এবার আসরের মাঝপথে এসে নরজের বদলি হিসেবে কেলির নাম ঘোষণা করলো নাইট রাইডার্স শিবির।
এর আগে নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে পাত্তাই পায় নি দিনেশ কার্তিকের দল। সেই ম্যাচে অবশ্য ব্যাটিং করার সময় হাতে চোট পেয়েছিলেন দলের ইনফর্ম অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
তাঁর ইনজুরি নিয়েও খানিকটা দুশ্চিন্তায় আছে নাইট রাইডার্স শিবির। যদিও টিম ম্যানেজমেন্ট আশাবাদী দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে শুক্রবার ফিট হয়েই মাঠে নামবেন রাসেল।