আরব আমিরাতকে পাত্তাই দিল না জিম্বাবুয়ে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সহজ জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। পেসার টেন্ডাই চাতারার বোলিং নৈপুণ্যের পর ব্যাটসম্যান ক্রেইগ আরভিনের হাফসেঞ্চুরিতে সফরকারীদের ৭ উইকেটে হারায় তাঁরা।
এদিন টসে জিতে সফরকারী আরব আমিরাতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে দলপতি পিটার মুর। মুরের আমন্ত্রণে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৯ রান যোগ করতেই ১০ ওভারের মাঝে তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে আরব আমিরাত।
তবে একপ্রান্তে থিতু হয়ে ক্রিজে টিকে ছিলেন ওপেনার রোহান মোস্তফা। শায়মান আনোয়ারকে সঙ্গে নিয়ে জুটি বেঁধে দলকে ৫০'র দিকে নিয়ে যেতে থাকেন তিনি। কিন্তু সেসময় বোলিংয়ে এসে সব লন্ডভন্ড করে দেন জিম্বাবুয়ের বোলাররা।

৩৮ রান থেকে ৪২ এর মাঝে ৬ উইকেট হারিয়ে ১০০'র নিচে অলআউট হওয়ার শঙ্কা জাগে আরব আমিরাত শিবিরে। সেখান থেকে দলকে উদ্ধার করেন মোহাম্মদ বুটা। নিচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে ছোট ছোট জুটি গড়েন তিনি।
ব্যক্তিগত ৩৬ রানে বুটা আউট হলে শেষ পর্যন্ত ১১০ রানে গুঁটিয়ে যায় আমিরাত শিবির। টেন্ডাই চাতারা ২৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১১১ রান।
সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে সলোমন মিরে বিদায় নিলেও আরেক ওপেনার রেগিস চাখাবার সাথে ৮০ রানের জুটি গড়েন আরভাইন। চাখাবা ৩৮ করে ফিরলেও আরভাইনের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোরঃ
আরব আমিরাতঃ ১১০ অল আউট (৪৪.৫ ওভার) (মোহাম্মদ বুটা ৩৬) (চাটারা ৩/২৫)
জিম্বাবুয়েঃ ১১১/৩ (২৩.১ ওভার) (আরভিন ৫১*), (কাদের আহমেদ ১/১৬)