শেষ ওভারের রুদ্ধশ্বাস জয়ে তৃতীয়তে মুম্বাই

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আজকের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়তে উঠে এসেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।মুম্বাইয়ের এই রুদ্ধশ্বাস জয়ের পেছনে মূল নায়ক ছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ড। মাত্র ৩১ বলে ১০টি ছয় এবং ৩টি চারের সাহায্যে ৮৩ রান করেছেন তিনি। ইনিংসের শেষ ওভার পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন পোলার্ড।
যদিও ম্যাচটি জিতিয়ে আসতে পারেননি তিনি। পাঞ্জাব পেসার অঙ্কিত রাজপুতের করা শেষ ওভারটিতে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। সেসময় মুম্বাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ বলে ৪ রান। এরপর রাজপুতের তৃতীয় বলটিতে কোনও রান না হলে সমীকরণ দাঁড়ায় ৩ বলে ৪।
চতুর্থ এবং পঞ্চম বলটিতে ১ রান করে নিতে সক্ষম হয়েছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান আলজারি জোসেফ এবং রাহুল চাহার। ফলে শেষ বলে জয়ের জন্য মুম্বাইয়ের প্রয়োজন ছিল ২ রান। সেসময় রাজপুতের করা ফুলটস বলটি লং অনে ঠেলে দিয়ে ২ রান নিতে সক্ষম হন ক্যারিবিয়ান জোসেফ। আর এরই সাথে জয়ের উল্লাসে মাতে রোহিত বাহিনী।

এদিকে পোলার্ড ছাড়াও মুম্বাইয়ের পক্ষে এদিন দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। আর তিন নম্বরে খেলতে নেমে সূর্যকুমার যাদব করেছেন ১৫ বলে ২১ রান। পাঞ্জাবের পক্ষে বল হাতে দারুণ ফর্মে ছিলেন পেসার মোহাম্মদ শামি।
সিদ্ধার্থ ল্যাড, হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়ার উইকেট তিনটি শিকার করেছেন তিনি। একই সাথে ৪ ওভার বোলিং করে মাত্র ২১ রান দিয়েছেন এই ভারতীয়। পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্র অশ্বিন এবং ইংলিশ রিক্রুট স্যাম কারান ১টি করে উইকেট নিলেও কিছুটা খরুচে ছিলেন। অশ্বিন ৪ ওভারে ৩৭ এবং কারান ২ ওভারে ২৩ রান দিয়েছেন। পোলার্ডের উইকেটটি নিতে পারলেও অঙ্কিত রাজপুত রান দিয়েছেন ৪ ওভারে ৫২।
এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরুতে টসে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন মুম্বাই দলপতি রোহিত। এরপর খেলতে নেমে ওপেনার লোকেশ রাহুল আবির্ভূত হন বিধ্বংসী রূপে। মাত্র ৬৪ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে তিনি হাঁকিয়েছেন ৬টি ছয় এবং ৬টি চার।
ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইলও অবশ্য কম যাননি। ৭টি ছয় এবং ৩টি চারে মাধ্যমে ৩৬ বলে ৬৩ রানের আরেকটি ঝড়ো ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। আর এই দুই ব্যাটসম্যানের তান্ডবে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৯৭ রানের বিশাল পুঁজি পেয়েছিল পাঞ্জাব। মুম্বাইয়ের পক্ষে হার্দিক পান্ডিয়া ২টি উইকেট পেলেও ৪ ওভারে ৫৭ রান দিয়েছেন। অপরদিকে ১টি করে উইকেট নিয়েছেন জ্যাসন বেহরেনডর্ফ এবং জাসপ্রিত বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোরঃ
কিংস ইলেভেন পাঞ্জাবঃ ১৯৭/৪ (২০ ওভার) (রাহুল- ১০০*, গেইল-৬৩; হার্দিক-২/৫৭, বেহরেনডর্ফ-১/৩৫)
মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৯৮/৭ (২০ ওভার) (পোলার্ড- ৮৩, ডি কক-২৪; শামি-৩/২১, অশ্বিন-১/৩৭)